Ajker Patrika

সম্মেলনে এআই-এর কারিশমা দেখলেন ইউরোপীয় নেতারা

অনলাইন ডেস্ক
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের এআইনির্মিত শিশুসুলভ ছবি। ছবি: সংগৃহীত
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়নের এআইনির্মিত শিশুসুলভ ছবি। ছবি: সংগৃহীত

ইউরোপীয় নেতাদের মধ্যে অনেকেই হয়তো একে অপরকে ছেলেমানুষি নামে ডাকেন, মাঝেমধ্যে হয়তো তারা বিনোদনের জন্য কাজ থেকে সাময়িক বিরতিও নিয়ে অদ্ভুতুড়ে কাজও করেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি নিজের শিশুসুলভ চেহারার মুখোমুখি হওয়াটা কম অবাক করা নয়। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে।

গতকাল শুক্রবার আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটির উদ্বোধনী অনুষ্ঠানে ৪০ টির বেশি দেশের নেতার সঙ্গে এমনই ঘটনা ঘটেছে। তাদের প্রত্যেককে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে শিশুরূপে দেখানো হয়েছে। সেখানে তাঁরা নিজ নিজ ভাষায় ‘ওয়েলকাম টু আলবেনিয়া’ বলেছেন।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানিকে হাসতে দেখা গেছে। ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন মুচকি হেসে অবিশ্বাস্য দৃষ্টিতে পর্দার দিকে তাকিয়ে ছিলেন। তবে কেউ কেউ তেমন একটা আমোদিত হননি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পুরো চলচ্চিত্র জুড়ে নির্বিকার ছিলেন। তবে তাঁর নিজের অংশটি আসার পর হালকা হাসেন। সেখানে তাঁকে গোঁফসহ এক ছোট শিশু হিসেবে দেখানো হয়।

চলচ্চিত্রটির পর দেওয়া এক বক্তব্যে মেলানি আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামাকে ভিডিওটির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি ‘আমাকে আবারও অনেকটা তারুণ্যের অনুভব দিয়েছে।’ ভিডিওটি হয়তো রামার নিজেরই উদ্ভাবনী চিন্তার ফসল। তিনি খেয়ালি ব্যক্তি হিসেবে এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করেছেন। পেশায় চিত্রশিল্পী এই রাজনীতিবিদ তাঁর কৌতুকপূর্ণ চরিত্র সৃষ্টির জন্য পরিচিত।

এ সপ্তাহের শুরুতে আলবেনিয়ার নির্বাচন এডি রামা অনেকটাই হেসে খেলে পুনঃ নির্বাচিত হন। সম্মেলনের শুরুতে তিনি ঐতিহ্যবাহী স্নিকার পরে অতিথি নেতাদের স্বাগত জানান। মেলানি পৌঁছালে তিনি ব্যঙ্গ করে হাঁটু গেড়ে বসেন তাঁকে স্বাগত জানান।

তবে তিরানার স্বাগত জানানোর উপাদানগুলো হাস্যকর হলেও আলোচনার বিষয়গুলো হাস্যকর নয়। ইউরোপীয় নেতাদের বেশির ভাগই ইউক্রেনের সমর্থক। তাঁরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়ে চাপ বাড়াতে আগ্রহী। কিয়েভ এবং মস্কোর মধ্যে ইস্তাম্বুলে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত