ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনের ভিনিৎসিয়া শহরের প্রাণকেন্দ্রে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেনকোর বরাত দিয়ে রয়টার্স প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।
পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওই হামলায় ভিনিৎসিয়া শহরটির একটি অফিস বিল্ডিং সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং এই হামলার ফলে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘সেখানে এক শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। এটি কী ধরনের আচরণ? এটি কি খোলাখুলিভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়?’
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভিনিৎসিয়া। শহরটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
এর আগে গত বুধবার ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে আলোচনা চালাতে মুখোমুখি বৈঠকে বসছিলেন রাশিয়া ও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তুরস্কের ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে খাদ্যের সংকট এড়াতে ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেই এই আলোচনা। আলোচনায় কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনীয় বন্দর ওদেসা হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইউক্রেন একটি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিশূন্য হয়ে পড়ে। গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের অন্যতম উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটির রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে বেশ বিপাকে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলো।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনের ভিনিৎসিয়া শহরের প্রাণকেন্দ্রে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেনকোর বরাত দিয়ে রয়টার্স প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।
পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওই হামলায় ভিনিৎসিয়া শহরটির একটি অফিস বিল্ডিং সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং এই হামলার ফলে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘সেখানে এক শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। এটি কী ধরনের আচরণ? এটি কি খোলাখুলিভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়?’
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভিনিৎসিয়া। শহরটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
এর আগে গত বুধবার ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে আলোচনা চালাতে মুখোমুখি বৈঠকে বসছিলেন রাশিয়া ও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তুরস্কের ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে খাদ্যের সংকট এড়াতে ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেই এই আলোচনা। আলোচনায় কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনীয় বন্দর ওদেসা হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইউক্রেন একটি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিশূন্য হয়ে পড়ে। গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের অন্যতম উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটির রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে বেশ বিপাকে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ফেডারেল রিজার্ভ (ফেড) গভর্নর লিসা কুককে বরখাস্ত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠিতে তিনি এই ঘোষণা দেন। ফেডের ১১১ বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি।
৩৫ মিনিট আগেভারতের প্রায় অধিকাংশ গণমাধ্যমে মোদির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি সূত্র এখন পর্যন্ত তেমন তথ্য না দিলেও প্রধানমন্ত্রী মোদির সফর ঘিরে নয়াদিল্লির কূটনৈতিক মহলে উৎসাহ স্পষ্ট।
১ ঘণ্টা আগেঅর্থনৈতিক ধসের পর নতুন করে ঘুরে দাঁড়াতে এক ভিন্নধর্মী কৌশল নিয়েছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক মুক্তির উপায় হিসেবে দেশটি ক্যাসিনো শিল্পে জোর দিচ্ছে। বলা যায়—একসময় সমুদ্রসৈকত ও ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত এই দ্বীপরাষ্ট্র এখন বাজি ধরেছে পর্যটন নির্ভর বিনিয়োগে।
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মোদি তাঁর ফোন ধরেননি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের বরাতে ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের আচরণ
২ ঘণ্টা আগে