Ajker Patrika

ইউক্রেনে হামলার জন্য প্রস্তুত রাশিয়া: ফ্রান্স

আপডেট : ০২ মার্চ ২০২২, ১৪: ৪৯
ইউক্রেনে হামলার জন্য প্রস্তুত রাশিয়া: ফ্রান্স

ইউক্রেনে বড় হামলা চালানোর জন্য রাশিয়া সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সতর্ক করে দিয়েছে ফ্রান্স। গতকাল সোমবার জঁ-ইভ লে দ্রিয়ান এমন সতর্কবার্তা দেন। 

ফ্রান্স ৫ টেলিভিশনকে লে দ্রিয়ান বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হয়, ইউক্রেনে রাশিয়ান বাহিনীর দ্বারা একটি বড় আক্রমণের জন্য সব প্রস্তুতি রয়েছে কি? আমি বলব, হ্যাঁ আছে, হামলা এটা সম্ভব, এটা দ্রুত সম্ভব।’ 

ইউক্রেনে হামলা চালানো হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে বল সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু গতকাল সোমবার জানিয়েছেন, বেলারুশে চলা কিছু বড় সেনা মহড়া শেষ হয়েছে। তবে অন্যান্য মহড়া চলছে। 

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পুতিনকে বলেছেন, পশ্চিমের সঙ্গে নিরাপত্তার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ ছিল। তবে এই উত্তেজনার মধ্যে সেই সম্ভাবনা কমে গেছে। 

রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কিত খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত