সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘হ্যাঁ’ ভোট দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, এরদোয়ান প্রস্তাবটি আঙ্কারায় পার্লামেন্টে পাঠাবেন এবং সমর্থন নিশ্চিত করবেন।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য সুন্দরতম দিন।’
তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের সহায়তার অভিযোগে সুইডেনের আবেদনে অসমর্থন জানিয়ে আসছিল। ন্যাটোতে যোগদানের আগে ৩১ সদস্য দেশেরই সমর্থন প্রয়োজন হয়। তুরস্কেরও এই ভেটো ক্ষমতা রয়েছে।
প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন প্রস্তাব দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির জন্য এরদোয়ানকে স্বাগত জানিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধক্ষমতা বাড়াতে আমি প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটোর মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘সুইডেনের যোগদান আমাদের সবাইকে নিরাপদ করে তুলবে।’ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেছেন, ‘৩২ বছর বয়সে আমরা সবাই একসঙ্গে নিরাপদ।’
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুর্কি ও সুইডিশ নেতাদের মধ্যে আলোচনার পর গত সোমবার স্টলটেনবার্গ এই চুক্তির ঘোষণা দেন।
ন্যাটোর প্রধান এটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে জানান, সুইডেনের ন্যাটোতে যোগদানের দিন-তারিখ এখনই বলা যাবে না, কারণ এটি তুর্কি সংসদের ওপর নির্ভর করে।
রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর কয়েক মাস পরে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছিল। এ বছরের এপ্রিলে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
স্টলটেনবার্গ বলেন, তুরস্কের ‘ন্যায়সংগত নিরাপত্তা উদ্বেগের’ প্রশ্নে সুইডেন নিজের সংবিধান সংশোধন, আইন পরিবর্তন, পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, যা তুরস্কে নিষিদ্ধ) সন্ত্রাসবিরোধী অভিযান প্রসার এবং তুরস্কে আবার অস্ত্র রপ্তানি শুরু করেছে।
শুধু দুই ন্যাটো সদস্য তুরস্ক ও হাঙ্গেরি এখনো সুইডেনের সদস্যপদ আবেদনে অনুমোদন দেয়নি। এদিকে বুদাপেস্টের বিরোধিতার বিষয়ে জানতে চাইলে স্টলটেনবার্গ বলেন, ‘হাঙ্গেরি স্পষ্ট করে জানিয়েছে, তারা সর্বশেষ অনুমোদন করবে না। তবে আমি মনে করি এই সমস্যার সমাধান হবে।’
এদিকে সোমবার সুইডেনের ন্যাটোতে যোগদানের এই প্রশ্নবাণের মাঝে প্রেসিডেন্ট এরদোয়ান আঙ্কারার ইইউতে যোগদানের ঢাকা পড়া প্রস্তাব সামনে এনেছেন। তবে ইইউ কর্মকর্তারা দ্রুত দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, দুটি পৃথক বিষয়।
চুক্তি ঘোষণার পর এক বিবৃতিতে ন্যাটো বলেছে, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে এগিয়ে আসায় সুইডেন বিষয়টিকে সহজ করতে কাজ করবে। এর মধ্য ইইউ-তুর্কি কাস্টমস ইউনিয়নের আধুনিকায়ন ও ভিসা উদারীকরণ অন্তর্ভুক্ত থাকবে।
তুরস্ক প্রথম ১৯৮৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের কর্তৃত্ববাদী আচরণ এতে বাধা হয়ে দাঁড়ায়। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এরদোয়ান মস্কোতে প্রভাবশালী ন্যাটো নেতা হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি গত বছর কৃষ্ণসাগরের শস্য চুক্তি পাসে মধ্যস্ততাকারী ছিলেন। এর ফলে ইউক্রেন কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল।
বারবার রাশিয়ার প্রত্যাহার হুমকি সত্ত্বেও তুরস্ক চুক্তিটিকে টিকে রাখতে সহায়তা করেছে। তুরস্ক ইউক্রেনে সশস্ত্র ড্রোন সরবরাহ করে ক্রেমলিনকে ক্ষুব্ধ করেছে।
সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ‘হ্যাঁ’ ভোট দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, এরদোয়ান প্রস্তাবটি আঙ্কারায় পার্লামেন্টে পাঠাবেন এবং সমর্থন নিশ্চিত করবেন।
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমি খুব খুশি, এটি সুইডেনের জন্য সুন্দরতম দিন।’
তুরস্ক এর আগে কুর্দি জঙ্গিদের সহায়তার অভিযোগে সুইডেনের আবেদনে অসমর্থন জানিয়ে আসছিল। ন্যাটোতে যোগদানের আগে ৩১ সদস্য দেশেরই সমর্থন প্রয়োজন হয়। তুরস্কেরও এই ভেটো ক্ষমতা রয়েছে।
প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমোদন প্রস্তাব দ্রুত এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির জন্য এরদোয়ানকে স্বাগত জানিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা ও প্রতিরোধক্ষমতা বাড়াতে আমি প্রেসিডেন্ট এরদোয়ান ও তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটোর মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ‘সুইডেনের যোগদান আমাদের সবাইকে নিরাপদ করে তুলবে।’ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেন বেয়ারবক টুইট করেছেন, ‘৩২ বছর বয়সে আমরা সবাই একসঙ্গে নিরাপদ।’
লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে তুর্কি ও সুইডিশ নেতাদের মধ্যে আলোচনার পর গত সোমবার স্টলটেনবার্গ এই চুক্তির ঘোষণা দেন।
ন্যাটোর প্রধান এটিকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে জানান, সুইডেনের ন্যাটোতে যোগদানের দিন-তারিখ এখনই বলা যাবে না, কারণ এটি তুর্কি সংসদের ওপর নির্ভর করে।
রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরুর কয়েক মাস পরে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়ে অভিপ্রায় ব্যক্ত করেছিল। এ বছরের এপ্রিলে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয়।
স্টলটেনবার্গ বলেন, তুরস্কের ‘ন্যায়সংগত নিরাপত্তা উদ্বেগের’ প্রশ্নে সুইডেন নিজের সংবিধান সংশোধন, আইন পরিবর্তন, পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, যা তুরস্কে নিষিদ্ধ) সন্ত্রাসবিরোধী অভিযান প্রসার এবং তুরস্কে আবার অস্ত্র রপ্তানি শুরু করেছে।
শুধু দুই ন্যাটো সদস্য তুরস্ক ও হাঙ্গেরি এখনো সুইডেনের সদস্যপদ আবেদনে অনুমোদন দেয়নি। এদিকে বুদাপেস্টের বিরোধিতার বিষয়ে জানতে চাইলে স্টলটেনবার্গ বলেন, ‘হাঙ্গেরি স্পষ্ট করে জানিয়েছে, তারা সর্বশেষ অনুমোদন করবে না। তবে আমি মনে করি এই সমস্যার সমাধান হবে।’
এদিকে সোমবার সুইডেনের ন্যাটোতে যোগদানের এই প্রশ্নবাণের মাঝে প্রেসিডেন্ট এরদোয়ান আঙ্কারার ইইউতে যোগদানের ঢাকা পড়া প্রস্তাব সামনে এনেছেন। তবে ইইউ কর্মকর্তারা দ্রুত দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, দুটি পৃথক বিষয়।
চুক্তি ঘোষণার পর এক বিবৃতিতে ন্যাটো বলেছে, তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানে এগিয়ে আসায় সুইডেন বিষয়টিকে সহজ করতে কাজ করবে। এর মধ্য ইইউ-তুর্কি কাস্টমস ইউনিয়নের আধুনিকায়ন ও ভিসা উদারীকরণ অন্তর্ভুক্ত থাকবে।
তুরস্ক প্রথম ১৯৮৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য আবেদন করেছিল। কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের কর্তৃত্ববাদী আচরণ এতে বাধা হয়ে দাঁড়ায়। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এরদোয়ান মস্কোতে প্রভাবশালী ন্যাটো নেতা হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি গত বছর কৃষ্ণসাগরের শস্য চুক্তি পাসে মধ্যস্ততাকারী ছিলেন। এর ফলে ইউক্রেন কৃষিপণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল।
বারবার রাশিয়ার প্রত্যাহার হুমকি সত্ত্বেও তুরস্ক চুক্তিটিকে টিকে রাখতে সহায়তা করেছে। তুরস্ক ইউক্রেনে সশস্ত্র ড্রোন সরবরাহ করে ক্রেমলিনকে ক্ষুব্ধ করেছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৬ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৭ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৯ ঘণ্টা আগে