যদি যুদ্ধ থামে, তবে গাজার বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল ও হাসপাতালগুলো আবারও নতুন করে গড়ে তোলায় সহযোগিতা করবে তুরস্ক। আজ রোববার এই ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জার্মানি সফর করছেন এরদোয়ান। সেখানেই জার্মান নেতাদের সঙ্গে এক আলোচনায় গাজাকে নতুন করে গড়ে তোলার ঘোষণাটি দেন তিনি। এরদোয়ান বলেন, ‘যদি একটি যুদ্ধবিরতি হয়, তবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে যা যা করা দরকার আমরা করব।’
তিনি আরও বলেন, ‘গাজার ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোসহ স্কুল, হাসপাতাল এবং পানি ও শক্তি সম্পদের ব্যবস্থাগুলো পুনরায় নির্মাণে আমরা সহযোগিতা করব।’
এর আগে গত সপ্তাহে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র আছে কি না, তা প্রকাশ করার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোয়ান। সর্বশেষ আজও জার্মানিতে একই ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ‘তুরস্ক আহ্বান জানাচ্ছে, খুব দেরি হওয়ার আগে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রগুলো সন্দেহাতীতভাবে পরীক্ষা করা উচিত। আমরা বিষয়টির খোঁজ রাখব।’
এরদোয়ান জানিয়েছেন, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবার তাঁকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তাঁর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারগুলো। এ অবস্থায় তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বিষয়টি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে জার্মানি কেন ইসরায়েলকে সমর্থন করছে, সেই বিষয়েও মন্তব্য করেন এরদোয়ান। তিনি দাবি করেন, হলোকাস্টের সময় বিপুলসংখ্যক ইহুদি প্রাণ হারিয়েছিল—সেই অপরাধবোধ থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের শক্তিমান দেশটি। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে জার্মান নেতাদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এরদোয়ানের এসব বক্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি জার্মান চ্যান্সেলর স্কোলজ। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। একই সঙ্গে সব জীবনই সমান মূল্যবান এবং গাজার দুর্ভোগ আমাদের ব্যথিত করে।’
জার্মানির কাছ থেকে তুরস্ক ৪০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়। তবে স্কোলজ এসব যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন কি না, সেই প্রশ্নটি এড়িয়ে গেছেন। তবে এরদোয়ান জানিয়েছেন, স্কোলজ রাজি না হলে যুদ্ধবিমান কেনার জন্য তাঁর দেশ অন্য দেশের শরণাপন্ন হবে।
যদি যুদ্ধ থামে, তবে গাজার বিধ্বস্ত ঘরবাড়ি, স্কুল ও হাসপাতালগুলো আবারও নতুন করে গড়ে তোলায় সহযোগিতা করবে তুরস্ক। আজ রোববার এই ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জার্মানি সফর করছেন এরদোয়ান। সেখানেই জার্মান নেতাদের সঙ্গে এক আলোচনায় গাজাকে নতুন করে গড়ে তোলার ঘোষণাটি দেন তিনি। এরদোয়ান বলেন, ‘যদি একটি যুদ্ধবিরতি হয়, তবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে যা যা করা দরকার আমরা করব।’
তিনি আরও বলেন, ‘গাজার ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামোসহ স্কুল, হাসপাতাল এবং পানি ও শক্তি সম্পদের ব্যবস্থাগুলো পুনরায় নির্মাণে আমরা সহযোগিতা করব।’
এর আগে গত সপ্তাহে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র আছে কি না, তা প্রকাশ করার জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন এরদোয়ান। সর্বশেষ আজও জার্মানিতে একই ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেন, ‘তুরস্ক আহ্বান জানাচ্ছে, খুব দেরি হওয়ার আগে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রগুলো সন্দেহাতীতভাবে পরীক্ষা করা উচিত। আমরা বিষয়টির খোঁজ রাখব।’
এরদোয়ান জানিয়েছেন, হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের পরিবার তাঁকে একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তাঁর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারগুলো। এ অবস্থায় তুরস্কের গোয়েন্দা সংস্থাকে বিষয়টি দেখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে জার্মানি কেন ইসরায়েলকে সমর্থন করছে, সেই বিষয়েও মন্তব্য করেন এরদোয়ান। তিনি দাবি করেন, হলোকাস্টের সময় বিপুলসংখ্যক ইহুদি প্রাণ হারিয়েছিল—সেই অপরাধবোধ থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে ইউরোপের শক্তিমান দেশটি। তবে বর্তমান পরিস্থিতির মধ্যে জার্মান নেতাদের নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এরদোয়ানের এসব বক্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি জার্মান চ্যান্সেলর স্কোলজ। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে জার্মানির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। একই সঙ্গে সব জীবনই সমান মূল্যবান এবং গাজার দুর্ভোগ আমাদের ব্যথিত করে।’
জার্মানির কাছ থেকে তুরস্ক ৪০টি ইউরোফাইটার যুদ্ধবিমান কিনতে চায়। তবে স্কোলজ এসব যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেবেন কি না, সেই প্রশ্নটি এড়িয়ে গেছেন। তবে এরদোয়ান জানিয়েছেন, স্কোলজ রাজি না হলে যুদ্ধবিমান কেনার জন্য তাঁর দেশ অন্য দেশের শরণাপন্ন হবে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছর সংক্রমণ এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং কয়েকটি দেশ ইতিমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌসুমি নয়, বরং সারা বছর ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে প্রশান্ত মহাসাগরীয়...
১ মিনিট আগেরাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১১ ঘণ্টা আগে