Ajker Patrika

রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার  

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪: ৪২
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির দায়ে দক্ষিণ কোরিয়ার নাগরিক গ্রেপ্তার  

গুপ্তচরবৃত্তির দায়ে দক্ষিণ কোরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই প্রথম রাশিয়ায় কোনো দক্ষিণ কোরীয়কে গুপ্তচরবৃত্তির সন্দেহে আটক করা হলো।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানায়, বায়েক ওন-সুনকে এ বছরের শুরুতে রাশিয়ার পূর্বাঞ্চলের শহর ভ্লাদিওভস্তক থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মস্কোর কারাগারে আছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বায়েক ওন-সুনকে কনসুলার সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। এর মামলায় তদন্ত চলছে এবং এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে তাসের প্রতিবেদনে বলা হয়, বায়েকের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে। কেবল গত মাসেই সিউলকে আনুষ্ঠানিকভাবে এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।  

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপের প্রতিবেদন অনুসারে, চীন থেকে ভ্লাদিওভস্তকে পৌঁছানোর পর গত জানুয়ারিতেই বায়েককে গ্রেপ্তার করে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। তিনি ধর্মীয় কর্মী ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

তাঁর স্ত্রীকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ কোরিয়ায় ফেরত চলে যান বলে ধারণা করা হচ্ছে। 

দুই বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একের পর এক বিদেশিকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। মস্কোর বিরুদ্ধে রাজনৈতিক দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে এবং বন্দিবিনিময়ের জন্য অন্য দেশের নাগরিকদের গ্রেপ্তার করার অভিযোগ রয়েছে।

গত বছরের মার্চে গুপ্তচরবৃত্তির মামলায় মার্কিন নাগরিক ও ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে রুশ বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক আলসু কুরমসাশেভাকে গ্রেপ্তার করে রুশ কর্তৃপক্ষ।

তাসের প্রতিবেদন অনুসারে, বায়েক ও গেরশকোভিচকে একই কারাগার লেফর্তোভোতে রাখা হয়েছে। গতকাল সোমবার আদালত তাঁকে আগামী জুন মাস পর্যন্ত আটক রাখার আদেশ দেয়।

পশ্চিমা মিত্রদের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ কোরিয়াও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছে এবং মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্কও ক্রমে ঘনিষ্ঠ হচ্ছে। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার বৈঠকে সামরিক প্রযুক্তি চুক্তি হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। 

গত বছর ভ্লাদিওভস্তকেও রাশিয়া ও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত