Ajker Patrika

পশ্চিমাদের ধারণা ৯ মে রাশিয়া ‘আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা’ করবে

আপডেট : ০৩ মে ২০২২, ১৭: ১৪
পশ্চিমাদের ধারণা ৯ মে রাশিয়া ‘আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা’ করবে

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কর্মকর্তারা ধারণা করছেন যে রাশিয়া ৯ মের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারে। যদিও গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা যুদ্ধকে এখন পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে রাশিয়া। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ায় ৯ মে বিজয় দিবস হিসেবে পরিচিত। কারণ ১৯৪৫ সালের এ দিনে দেশটি নাৎসিদের পরাজিত করেছিল। পশ্চিমা কর্মকর্তারা মনে করেন রুশদের কাছে এ দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। পুতিন এই দিবসের প্রতীকী তাৎপর্যকে প্রচারণার কাজে লাগাবেন। তারই অংশ হিসেবে তিনি খুব সম্ভবত ৯ মে ইউক্রেনে সামরিক অর্জন অথবা বড় ধরনের সংঘাতের ঘোষণা দেবেন, কিংবা দুটিরই ঘোষণা দিতে পারেন। 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস গত সপ্তাহে এলবিসি রেডিওকে বলেছেন, ‘আমি মনে করি তিনি (পুতিন) তাঁর “বিশেষ অভিযান” থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। তিনি অন্য কিছু একটা ঘোষণা দেওয়ার জন্য মূলত প্রেক্ষাপট তৈরি করছেন। তিনি সম্ভবত এ রকমটা বলতে চান—‘‘দেখুন, এটা এখন নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে পরিণত হয়েছে। এ অবস্থায় আমাদের আরও লোকবল দরকার। শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের আরও সৈন্য দরকার’’।’ 

বেন ওয়ালেস আরও বলেন, ‘আমার কাছে যদিও সুনির্দিষ্ট তথ্য নেই, তারপরও বলতে পারি, পুতিন সম্ভবত এই মে দিবসে এমন ঘোষণা দেবেন যে আমরা নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধরত। অতএব, রুশ জনগণকে এখনই সংঘবদ্ধ হতে হবে।’ 

পুতিন যদি ৯ মে সত্যিই এমন ঘোষণা দেন তবে তা ইউক্রেন আক্রমণের ব্যাপারে জনসমর্থনকে শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে পুতিন নিজ দেশের আইন অনুযায়ী রিজার্ভ বাহিনী মোতায়েন এবং রুশ নাগরিকদের বাধ্যতামূলকভাবে সামরিক সেবায় নিয়োগের সুযোগ পাবেন। 

পশ্চিমা এবং ইউক্রেনীয় কর্মকর্তারা ধারণা করছেন, দুই মাস আগে শুরু হওয়া এই যুদ্ধে এরই মধ্যে ১০ হাজার রুশ সৈন্য নিহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত