Ajker Patrika

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা আজ

রাশিয়া-ইউক্রেনের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনা আজ

কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দফা আলোচনা। তবে ফলপ্রসূ না হলেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে উভয় পক্ষই। দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আজ (২ মার্চ)। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ। 

তাসকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, আগামীকাল (বুধবার) দ্বিতীয় দফা আলোচনা হবে। তবে এই বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য করেননি। তাস রুশ সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনার জন্য তারিখ হিসেবে ২ মার্চ (বুধবার) নির্ধারণ করেছে। 

সিএনএনের ওই প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনা বেলারুশ-পোল্যান্ড সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে অনুষ্ঠিত হবে। 

এ দিকে বেলারুশের রাজনীতিবিদ ইউরি ভসক্রেসেনস্কি জানিয়েছেন, তিনি আলোচনাস্থলের কাছাকাছি অবস্থান করছেন। তাঁর মতে, প্রতিনিধিদলের প্রথমাংশের  সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। 

অপরদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। প্রতিষ্ঠানটির প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।

ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’

ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত