আজকের পত্রিকা ডেস্ক
নকল শ্যাম্পেন বিক্রির অপরাধে কারাগারে পাঠানো হয়েছে ফরাসি এক ব্যক্তিকে। দিদিয়েখ শোপাঁ নামের ওই ব্যক্তি স্প্যানিশ ওয়াইনের সঙ্গে কার্বোনেটেড পানীয় মিশিয়ে সেটিকে শ্যাম্পেন হিসেবে বিক্রি করতেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি আগামী পাঁচ বছর শ্যাম্পেন শিল্পে কাজ করতে নিষিদ্ধ করেছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও তার নেই। ফ্রান্সের শ্যাম্পেন এলাকার সবচেয়ে বড় শহর রেমিসের একটি আদলত এই রায় দিয়েছে। শুধু শোপাঁ একা নয়, তার স্ত্রীও এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
আদালত শোপাঁকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। এর সঙ্গে আরও ৩০ মাসের স্থগিত দণ্ড দিয়েছেন। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত যদি সে পূরণ করতে পারে তাহলে আর এই ৩০ মাসের সাজা ভোগ করতে হবে না। তবে, যদি শর্ত পূরণ না হয় তাহলে এই দণ্ডাদেশ কার্যকর হবে। তার স্ত্রীকে একই ধরনের প্রতারণা ও ব্র্যান্ড নাম চুরির অভিযোগে দুই বছরের স্থগিত দণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, শর্ত পূরণ করতে না পারলে দুই বছরের সাজা ভোগ করতে হবে তাকে।
প্রসিকিউশন একে জঘন্য প্রতারণা বলে আখ্যায়িত করেছে। এই জালিয়াতি মাধ্যমে তারা কয়েক কোটি ইউরো আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এই জালিয়াতির কারণে কৃষক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাধীদের তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
শোপাঁ এবং তার স্ত্রীকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তাদের হোল্ডিং কোম্পানি ‘এসএএস শোপাঁ’-কে আত্মসাৎ এবং কোম্পানির সম্পদ অপব্যবহারের অভিযোগে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
নকল শ্যাম্পেন বিক্রির অপরাধে কারাগারে পাঠানো হয়েছে ফরাসি এক ব্যক্তিকে। দিদিয়েখ শোপাঁ নামের ওই ব্যক্তি স্প্যানিশ ওয়াইনের সঙ্গে কার্বোনেটেড পানীয় মিশিয়ে সেটিকে শ্যাম্পেন হিসেবে বিক্রি করতেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি আগামী পাঁচ বছর শ্যাম্পেন শিল্পে কাজ করতে নিষিদ্ধ করেছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও তার নেই। ফ্রান্সের শ্যাম্পেন এলাকার সবচেয়ে বড় শহর রেমিসের একটি আদলত এই রায় দিয়েছে। শুধু শোপাঁ একা নয়, তার স্ত্রীও এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
আদালত শোপাঁকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। এর সঙ্গে আরও ৩০ মাসের স্থগিত দণ্ড দিয়েছেন। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত যদি সে পূরণ করতে পারে তাহলে আর এই ৩০ মাসের সাজা ভোগ করতে হবে না। তবে, যদি শর্ত পূরণ না হয় তাহলে এই দণ্ডাদেশ কার্যকর হবে। তার স্ত্রীকে একই ধরনের প্রতারণা ও ব্র্যান্ড নাম চুরির অভিযোগে দুই বছরের স্থগিত দণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, শর্ত পূরণ করতে না পারলে দুই বছরের সাজা ভোগ করতে হবে তাকে।
প্রসিকিউশন একে জঘন্য প্রতারণা বলে আখ্যায়িত করেছে। এই জালিয়াতি মাধ্যমে তারা কয়েক কোটি ইউরো আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এই জালিয়াতির কারণে কৃষক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাধীদের তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
শোপাঁ এবং তার স্ত্রীকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তাদের হোল্ডিং কোম্পানি ‘এসএএস শোপাঁ’-কে আত্মসাৎ এবং কোম্পানির সম্পদ অপব্যবহারের অভিযোগে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছে। চিঠিতে তারা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছে, ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির নিশ্চয়তা দিতে। বিনিময়ে গাজায় আটক রাখা জিম্মিদের অর্ধেককে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস।
২ ঘণ্টা আগেকৌতুহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে ঢুকে আফগানিস্তান থেকে ভারত পৌঁছে গেছে এক কিশোর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কেএএম এয়ারলাইন্সের আরকিউ-৪৪০১ ফ্লাইটে এ ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেদক্ষ জনশক্তির এইচ-১বি ভিসা আবেদনের ফি ১ লাখ ডলার করেছে ট্রাম্প প্রশাসন। এবার প্রশ্ন উঠেছে, চিকিৎসকদের বেলায়ও কি এই চড়া অঙ্কের ভিসা ফি কার্যকর হবে? এ নিয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, এইচ-১বি ভিসার এই ১ লাখ ডলারের ফি দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের ছাড় মিলতে পারে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল—যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে হতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়।
২ ঘণ্টা আগে