অনলাইন ডেস্ক
জার্মানির হামবুর্গ শহরে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হামবুর্গে জার্মানির সবচেয়ে বড় রেল স্টেশন সেন্ট্রাল স্টেশনে এই হামলা ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক জার্মান নারীকে আটক করেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—জার্মান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, ওই নারী একাই শহরের সেন্ট্রাল স্টেশনে এই হামলা চালিয়েছেন। ব্যাপক পুলিশি অভিযানের পর তাঁকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন এবং আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে।
হামবুর্গের ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় ছয়জন ‘গুরুতর আহত’ এবং সাতজন ‘সামান্য আহত’ হয়েছেন। ঘটনাস্থলে বহু জরুরি পরিষেবা কর্মী কাজ করেছেন। এর আগে, পুলিশ জানিয়েছিল, হামলায় বেশ কয়েকজনের ‘প্রাণঘাতী আঘাত’ লেগেছে।
ঘটনার তদন্ত চলমান। পুলিশ সিএনএন-কে জানিয়েছে, কর্মকর্তারা এখন পর্যন্ত এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন না। তবে তারা খতিয়ে দেখছেন, সন্দেহভাজন ওই নারী ‘মানসিক চাপে’ ছিলেন কিনা। হামলার পর শুক্রবার রাতেই হামবুর্গ পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারী ‘দৃশ্যত নির্বিচারে পথচারীদের ওপর ছুরি চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত করেছে।’
সিএনএন-এর জার্মান সহযোগী আরটিএল জার্মানি-এর ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ফরেনসিক স্যুটে থাকা লোকজন এলাকা পরীক্ষা করছেন এবং পুলিশ রেল স্টেশনে জড়ো হচ্ছেন। হামলার পর জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস শহরের জরুরি কর্মীদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন। ডোব্রিন্ট বলেন, ‘যাত্রীরা যখন বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত উপায়ে আক্রান্ত হন, তখন তা মর্মান্তিক।’
হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। শহরের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন এখানে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে এবং এখনো বাড়ছে। ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের আগে কিছু ঘটনা অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়িয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে জার্মানির আসাফেনবুর্গ শহরে ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার পর আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিহতদের মধ্যে এক শিশুও ছিল। গত বছর, পশ্চিম জার্মানির সোলিংগেন শহরে এক উৎসবে ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার কথা স্বীকার করে এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।
জার্মানির হামবুর্গ শহরে গতকাল শুক্রবার ছুরিকাঘাতে ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। হামবুর্গে জার্মানির সবচেয়ে বড় রেল স্টেশন সেন্ট্রাল স্টেশনে এই হামলা ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ এক জার্মান নারীকে আটক করেছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—জার্মান পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। হামবুর্গ পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে ৩৯ বছর বয়সী এক জার্মান নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশের ধারণা, ওই নারী একাই শহরের সেন্ট্রাল স্টেশনে এই হামলা চালিয়েছেন। ব্যাপক পুলিশি অভিযানের পর তাঁকে আটক করা হয়। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন এবং আজ শনিবার তাঁকে আদালতে হাজির করা হবে।
হামবুর্গের ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় ছয়জন ‘গুরুতর আহত’ এবং সাতজন ‘সামান্য আহত’ হয়েছেন। ঘটনাস্থলে বহু জরুরি পরিষেবা কর্মী কাজ করেছেন। এর আগে, পুলিশ জানিয়েছিল, হামলায় বেশ কয়েকজনের ‘প্রাণঘাতী আঘাত’ লেগেছে।
ঘটনার তদন্ত চলমান। পুলিশ সিএনএন-কে জানিয়েছে, কর্মকর্তারা এখন পর্যন্ত এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন না। তবে তারা খতিয়ে দেখছেন, সন্দেহভাজন ওই নারী ‘মানসিক চাপে’ ছিলেন কিনা। হামলার পর শুক্রবার রাতেই হামবুর্গ পুলিশ এক বিবৃতিতে জানায়, হামলাকারী ‘দৃশ্যত নির্বিচারে পথচারীদের ওপর ছুরি চালিয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর আহত করেছে।’
সিএনএন-এর জার্মান সহযোগী আরটিএল জার্মানি-এর ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, ফরেনসিক স্যুটে থাকা লোকজন এলাকা পরীক্ষা করছেন এবং পুলিশ রেল স্টেশনে জড়ো হচ্ছেন। হামলার পর জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎস শহরের জরুরি কর্মীদের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ দিয়েছেন। ডোব্রিন্ট বলেন, ‘যাত্রীরা যখন বিশ্বাসঘাতক ও কাপুরুষোচিত উপায়ে আক্রান্ত হন, তখন তা মর্মান্তিক।’
হামবুর্গ সেন্ট্রাল স্টেশন জার্মানির সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। শহরের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিদিন এখানে ৫ লাখ ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ছুরি হামলার ঘটনা বেড়েছে এবং এখনো বাড়ছে। ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনের আগে কিছু ঘটনা অভিবাসন নিয়ে উত্তেজনা বাড়িয়েছিল।
চলতি বছরের জানুয়ারিতে জার্মানির আসাফেনবুর্গ শহরে ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার পর আফগানিস্তানের ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। নিহতদের মধ্যে এক শিশুও ছিল। গত বছর, পশ্চিম জার্মানির সোলিংগেন শহরে এক উৎসবে ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার কথা স্বীকার করে এক ব্যক্তি আত্মসমর্পণ করেন।
পাকিস্তান সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে। সম্প্রতি ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এবং ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তিসহ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্থগিত করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আজ শনিবার
১২ ঘণ্টা আগেসৌদি আরবের আগেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে সিরিয়া ও লেবানন। এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইখিয়েল লইতার। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম প্রেগার-ইউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।
১৭ ঘণ্টা আগেডেনমার্কের নাগরিকদের অবসরের বয়সসীমা ৭০ বছরে উন্নীত করছে দেশটির সরকার। এ লক্ষ্যে দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাবও পাস হয়েছে। এখনো এটি কার্যকর হয়নি। এটি কার্যকর হলে, এই বয়স হবে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অবসরের সর্বোচ্চ বয়সসীমা।
১৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নীতির কারণে অন্য অনেক শিক্ষার্থীর মতো বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজ পরিবার। দেশটির ভবিষ্যৎ রানি রাজকন্যা এলিজাবেথের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে...
২০ ঘণ্টা আগে