Ajker Patrika

রুশ বাহিনীর হামলায় ফরাসি সাংবাদিক নিহত

আপডেট : ৩১ মে ২০২২, ১১: ৩২
রুশ বাহিনীর হামলায় ফরাসি সাংবাদিক নিহত

রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।

ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।

কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত