রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
রুশ বাহিনীর হামলায় ফ্রান্সের একজন সাংবাদিক নিহত হয়েছেন বলে দাবি করেছে প্যারিস। গতকাল সোমবার পূর্ব ইউক্রেন থেকে সিভিয়েরোদোনেৎস্ক শহরে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময় রাশিয়ার বোমার আঘাতে নিহত হন তিনি। আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই ফরাসি সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ। তিনি ফ্রান্সের নিউজ চ্যানেল বিএফএম টেলিভিশনে কাজ করতেন। টেলিভিশনটি জানিয়েছে, ৩২ বছর বয়সী এই সাংবাদিক গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানকার সাংবাদ সংগ্রহের কাজ করছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গিয়েছিলেন তিনি।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই সামাজিক মাধ্যম টেলিগ্রামের একটি পোস্টে বলেছেন, রাশিয়ার বোমার আঘাতে একটি সাঁজোয়া পরিবহনে থাকা এক সাংবাদিক নিহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাতে একটি ভিডিও বার্তায় বলেন, ‘ফ্রেডরিকের সহকর্মী ও পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মস্কো বারবার বলে আসছে যে তার বাহিনী ইউক্রেনের বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা করে না।
ইউক্রেনে থাকা ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা এক বিবৃতিতে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের তদন্ত করা হোক।
কোলোনা এক টুইট বার্তায় বলেন, তিনি লুহানস্ক গভর্নরের সঙ্গে কথা বলেছেন এবং জেলেনস্কিকে তদন্তের জন্য বলেছেন। তাঁরা উভয়েই তাঁকে সাহায্যের জন্য আশ্বাস দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানিতে ৫০ শতাংশ শুল্ক গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে। নতুন এ শুল্ক আরোপের পর ইতিমধ্যেই গুজরাট, তামিলনাড়ু, উত্তর প্রদেশসহ ভারতের বিভিন্ন স্থানে বহু পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
৫ ঘণ্টা আগেবর্তমান গ্রিন কার্ড প্রক্রিয়ায় তুলনামূলক কম আয়ের অভিবাসীরাই বেশি সুযোগ পাচ্ছেন। তাঁর দাবি, গড়ে একজন মার্কিন নাগরিক বছরে যেখানে ৭৫ হাজার ডলার আয় করেন, সেখানে গ্রিন কার্ডধারীর গড় আয় দাঁড়ায় ৬৬ হাজার ডলার। তিনি প্রশ্ন তোলেন, ‘কম আয়ের মানুষ কেন এত সুযোগ পাবেন? আমরা সর্বোত্তম যোগ্যতাসম্পন্ন মানুষদের বেছে
৬ ঘণ্টা আগেপশ্চিমা সংবাদমাধ্যম ইসরায়েলি প্রচারণাকে বৈধতা দিচ্ছে এবং সাংবাদিক হত্যার দায় এড়াতে সাহায্য করছে—এমন অভিযোগ তুলে রয়টার্সের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন কানাডীয় ফটোসাংবাদিক ভ্যালেরি জিঙ্ক।
৬ ঘণ্টা আগেভারতের সংসদ অনলাইন জুয়ার দাপট ঠেকাতে নতুন আইন পাস করেছে। গত ২১ আগস্ট দেশটির লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া ‘প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ অনুযায়ী—টাকার দিয়ে খেলা যায় এমন সব অনলাইন গেমের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৭ ঘণ্টা আগে