সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে