রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার হামলা করার মাধ্যমে ভোটার উপস্থিতি কম দেখানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
গতকাল সোমবার মস্কো দাবি করে, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রকৃত ফলাফল বিকৃত করে উপস্থাপন করতে চায়। দেশটির গোয়েন্দা সংস্থা এসভিআর জানিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বাইডেন মার্কিন অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোটার উপস্থিতি কমিয়ে দেখানোর ব্যবস্থা করতে পারে।
এসভিআর আরও জানিয়েছে, ওয়াশিংটন মূলত আইটি বিশেষজ্ঞদের দিয়ে নির্বাচনকালীন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) হ্যাক করার মাধ্যমে ভোটের আনুপাতিক সংখ্যা ওলটপালট করতে পারে। রুশ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা কেবল সাইবার হামলাতেই সীমাবদ্ধ নয়।
এসভিআর বলেছে, ভোটার উপস্থিতি কম হলে বাইডেন প্রশাসন নির্বাচনী ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। এটি একটি পুরোনো মার্কিন কৌশল। এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রশাসন থেকে কোনো জবাব দেয়নি।
এদিকে, রাশিয়াতে ১৫-১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে জয় একপ্রকার সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এমন নির্বাচনের আগে ভাষণ দিতে এসে তিনি রাশিয়ার ব্যাপক আধুনিকীকৃত পারমাণবিক অস্ত্রাগার (বিশ্বের বৃহত্তম) নিয়ে দম্ভ করেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর পুতিন পশ্চিমা রাজনীতিকদের ইতিহাসে ফিরে তাকানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের ব্যর্থ রাশিয়া আক্রমণের ইতিহাস।
সম্প্রতি রুশ গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের (এফওএম) এক জরিপ থেকে দেখা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড পছন্দ করেন রাশিয়ার অন্তত ৮৩ শতাংশ মানুষ।
জরিপে ৮৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা পুতিনের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে বিবেচনা করেন। পুতিনকে রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বাস করেন ৮২ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া, ৫৫ শতাংশ উত্তরদাতা রুশ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। একই সঙ্গে উত্তরদাতাদের ৬১ শতাংশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন।
রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। রুশ গোয়েন্দা সংস্থার দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেমে সাইবার হামলা করার মাধ্যমে ভোটার উপস্থিতি কম দেখানোর পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
গতকাল সোমবার মস্কো দাবি করে, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রকৃত ফলাফল বিকৃত করে উপস্থাপন করতে চায়। দেশটির গোয়েন্দা সংস্থা এসভিআর জানিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে বাইডেন মার্কিন অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোটার উপস্থিতি কমিয়ে দেখানোর ব্যবস্থা করতে পারে।
এসভিআর আরও জানিয়েছে, ওয়াশিংটন মূলত আইটি বিশেষজ্ঞদের দিয়ে নির্বাচনকালীন ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) হ্যাক করার মাধ্যমে ভোটের আনুপাতিক সংখ্যা ওলটপালট করতে পারে। রুশ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, এই পরিকল্পনা কেবল সাইবার হামলাতেই সীমাবদ্ধ নয়।
এসভিআর বলেছে, ভোটার উপস্থিতি কম হলে বাইডেন প্রশাসন নির্বাচনী ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। এটি একটি পুরোনো মার্কিন কৌশল। এ বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন প্রশাসন থেকে কোনো জবাব দেয়নি।
এদিকে, রাশিয়াতে ১৫-১৭ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে জয় একপ্রকার সুনিশ্চিত। এতে তিনি আরও ৬ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। এমন নির্বাচনের আগে ভাষণ দিতে এসে তিনি রাশিয়ার ব্যাপক আধুনিকীকৃত পারমাণবিক অস্ত্রাগার (বিশ্বের বৃহত্তম) নিয়ে দম্ভ করেছেন।
দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর পুতিন পশ্চিমা রাজনীতিকদের ইতিহাসে ফিরে তাকানোর পরামর্শ দিয়েছেন। বিশেষ করে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের ব্যর্থ রাশিয়া আক্রমণের ইতিহাস।
সম্প্রতি রুশ গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ওপিনিয়ন ফাউন্ডেশনের (এফওএম) এক জরিপ থেকে দেখা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ড পছন্দ করেন রাশিয়ার অন্তত ৮৩ শতাংশ মানুষ।
জরিপে ৮৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁরা পুতিনের কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে বিবেচনা করেন। পুতিনকে রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বাস করেন ৮২ শতাংশ উত্তরদাতা। এ ছাড়া, ৫৫ শতাংশ উত্তরদাতা রুশ সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট। একই সঙ্গে উত্তরদাতাদের ৬১ শতাংশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কার্যক্রমকে অনুমোদন দিয়েছেন।
ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান বা বড় আকারের ড্রোন ভেঙে পড়েছে। গতকাল বুধবার ভোরে পাম্পোর শহরের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কথা বলা হয়েছে; এটি সেগুলোর মধ্যে একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেপাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
৩ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) মধ্যরাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পাল্টা হামলা চালানো হয় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে।
৪ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
৫ ঘণ্টা আগে