Ajker Patrika

১৮ মিনিটে চারটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন বাহিনী

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১২: ৩৭
১৮ মিনিটে চারটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেন বাহিনী

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর চারটি হেলিকপ্টার মাত্র ১৮ মিনিটে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গতকাল বুধবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে। 

ইউক্রেন বিমানবাহিনীর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ইউনিট বলেছে, বুধবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫৮ মিনিটের মধ্যে রাশিয়ার চারটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

ইউক্রেন বিমানবাহিনী সাংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কে-৫২ নামের একটি হেলিকপ্টার রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে মুক্ত করা অঞ্চলে বিধ্বস্ত হয়েছে। অন্যগুলো শত্রু লাইনের পেছনে বিধ্বস্ত হয়েছে। আরও দুটি হেলিকপ্টারকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। ফলে ভূপাতিত হওয়া হেলিকপ্টারের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হেলিকপ্টারগুলো সম্ভবত দক্ষিণাঞ্চলের স্থল দখলকারী রুশ সৈন্যদের সাহায্য করতে যাচ্ছিল। তখন তাদের গুলি করে ভূপাতিত করা হয়েছে। 

এদিকে ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে ন্যাটো নেতৃত্বাধীন দেশগুলো। গতকাল ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এসব অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনের তথ্য সংগ্রহব্যবস্থা উন্নত করতে শত শত এরিয়াল ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ইতিমধ্যে ৬৪টি হাউইটজার কামান বন্দুক দিয়েছে। আরও ১৮টি দেবে বলে ঘোষণা দিয়েছে। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনকে টিকিয়ে রাখার স্বার্থে যা যা করা প্রয়োজন, তা তাঁরা করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, তিনিও কিয়েভকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবেন। 

নেদারল্যান্ডস বলেছে, তারা ইউক্রেনকে ১ কোটি ৫০ লাখ ইউরো মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। 

অন্যদিকে কানাডা স্যাটেলাইট যোগাযোগ, ড্রোন ক্যামেরাসহ ৪ কোটি ৭০ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

জার্মানি ইতিমধ্যে বেশ কয়েকটি অত্যাধুনিক আইআরআইএস-টি এসএলএম অস্ত্র ইউক্রেনকে দিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত