আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাশিয়ার চালানো ‘ভয়াবহ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি সূত্র।
সিএনএন জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, সর্বশেষ হামলায় রাশিয়া ৩৫২টি ড্রোন, ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদের অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত বা বিভ্রান্ত করা হয়েছে।
এই হামলার বিষয়ে কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আরেকটি বিশাল আক্রমণ রাজধানীর ওপর। একাধিক ধাপে শত্রুপক্ষের ড্রোন আক্রমণ হয়েছে। তিনি আরও বলেন, রুশ বাহিনী মানুষের বসবাসযোগ্য এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করছে। বসতবাড়ি, পথ, হাসপাতাল, খেলার মাঠ এমনকি মেট্রোস্টেশনের প্রবেশপথও বোমা থেকে রেহাই পায়নি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানিয়েছেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে ছয়টি জেলাই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের পুরো একটি প্রবেশপথ ধসে পড়েছে এবং এখনো অনেকে এই ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছে।
গতকাল রোববার রাতে কিয়েভের কিছুটা উত্তরে অবস্থিত চেরনিহিভ অঞ্চলে একটি স্বল্পপাল্লার ড্রোন হামলায় দুজন নিহত, তিন শিশুসহ ১০ জন আহত হয়েছে। একই রাতে কিয়েভ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিলা সার্কভা শহরে আরও একজন নিহত এবং আটজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে হামলায় রুশ বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে ‘হত্যাকারীদের জোট’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, এই জোট অটুট থাকলে সন্ত্রাস আরও ছড়িয়ে পড়বে।
এদিকে মস্কো দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চলের সামরিকশিল্প কমপ্লেক্স। রাশিয়া ও ইউক্রেন উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে, তবে বাস্তবে হাজার হাজার বেসামরিক ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছে।
গত সপ্তাহেই রাশিয়ার সর্ববৃহৎ হামলায় কিয়েভে ২৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিল। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি হুঁশিয়ারি দিয়েছেন—এবার রাশিয়ার সামরিক স্থাপনায় পাল্টা হামলা বাড়ানো হবে।
তিনি বলেন, শুধু প্রতিরক্ষায় বসে থাকলে মানুষ ও অঞ্চল হারানোর ঝুঁকি থাকে। তাই হামলার মাত্রা ও গভীরতা বাড়ানো হবে। ইউক্রেনীয় বাহিনীর দাবি, রাশিয়া শান্তিচুক্তির প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছে এবং সংঘাত দীর্ঘায়িত করে আরও এলাকা দখল করতে চায়।
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে রাশিয়ার চালানো ‘ভয়াবহ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ সোমবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের সরকারি সূত্র।
সিএনএন জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্যমতে, সর্বশেষ হামলায় রাশিয়া ৩৫২টি ড্রোন, ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদের অধিকাংশই গন্তব্যে পৌঁছানোর আগেই ভূপাতিত বা বিভ্রান্ত করা হয়েছে।
এই হামলার বিষয়ে কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, আরেকটি বিশাল আক্রমণ রাজধানীর ওপর। একাধিক ধাপে শত্রুপক্ষের ড্রোন আক্রমণ হয়েছে। তিনি আরও বলেন, রুশ বাহিনী মানুষের বসবাসযোগ্য এলাকাগুলোকেই লক্ষ্যবস্তু করছে। বসতবাড়ি, পথ, হাসপাতাল, খেলার মাঠ এমনকি মেট্রোস্টেশনের প্রবেশপথও বোমা থেকে রেহাই পায়নি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লিমেঙ্কো জানিয়েছেন, কিয়েভের ১০টি জেলার মধ্যে ছয়টি জেলাই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শেভচেনকিভস্কি জেলায় একটি আবাসিক ভবনের পুরো একটি প্রবেশপথ ধসে পড়েছে এবং এখনো অনেকে এই ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছে।
গতকাল রোববার রাতে কিয়েভের কিছুটা উত্তরে অবস্থিত চেরনিহিভ অঞ্চলে একটি স্বল্পপাল্লার ড্রোন হামলায় দুজন নিহত, তিন শিশুসহ ১০ জন আহত হয়েছে। একই রাতে কিয়েভ থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিলা সার্কভা শহরে আরও একজন নিহত এবং আটজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভে হামলায় রুশ বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানকে ‘হত্যাকারীদের জোট’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, এই জোট অটুট থাকলে সন্ত্রাস আরও ছড়িয়ে পড়বে।
এদিকে মস্কো দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল কিয়েভ অঞ্চলের সামরিকশিল্প কমপ্লেক্স। রাশিয়া ও ইউক্রেন উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে, তবে বাস্তবে হাজার হাজার বেসামরিক ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছে।
গত সপ্তাহেই রাশিয়ার সর্ববৃহৎ হামলায় কিয়েভে ২৮ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিল। ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি হুঁশিয়ারি দিয়েছেন—এবার রাশিয়ার সামরিক স্থাপনায় পাল্টা হামলা বাড়ানো হবে।
তিনি বলেন, শুধু প্রতিরক্ষায় বসে থাকলে মানুষ ও অঞ্চল হারানোর ঝুঁকি থাকে। তাই হামলার মাত্রা ও গভীরতা বাড়ানো হবে। ইউক্রেনীয় বাহিনীর দাবি, রাশিয়া শান্তিচুক্তির প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ব্যাহত করছে এবং সংঘাত দীর্ঘায়িত করে আরও এলাকা দখল করতে চায়।
যুক্তরাষ্ট্র ছাড়ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ দম্পতি, নোবেলজয়ী এস্থার দুফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। আগামী বছর জুলাই থেকে তাঁরা জুরিখের অর্থনীতি অনুষদে কাজ শুরু করবেন।
৩১ মিনিট আগেপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯টি চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
১ ঘণ্টা আগেগাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৩ ঘণ্টা আগে