আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কো কি ইউক্রেনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাচ্ছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দাবি করছেন?
উত্তরে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। আমরা চাই, রণক্ষেত্রে যেসব বাস্তবতা গড়ে উঠেছে, সেগুলোর স্বীকৃতি দেওয়া হোক।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে একেবারেই ভিন্ন।
প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও মস্কো ইউক্রেনের আরও কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় কি না—এর সরাসরি জবাব না দিয়ে পুতিন বলেন, একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ‘সমগ্র ইউক্রেনই রাশিয়ার’ অংশ।
পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি—আমি রুশ এবং ইউক্রেনীয়দের এক জাতি বলেই মনে করি। এই দিক থেকে, পুরো ইউক্রেনই আমাদের।’ তবে তিনি এও জোর দিয়ে বলেন, মস্কো কখনোই ‘স্বাধীন দেশ’ হিসেবে ইউক্রেনের ‘অস্তিত্ব’ স্বীকার করতে ‘অস্বীকৃতি জানায়নি।’
তবে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে ইউক্রেনের হামলা থেকে রক্ষা করতে যে ‘বাফার জোন’ তৈরি করা হচ্ছে, তা ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঠেলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পুতিন। এমনকি ইউক্রেনের সুমি শহর দখলের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।
পুতিন বলেন, ‘সুমি দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। তবে নীতিগতভাবে আমি এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি জানান, চলতি বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা আগ্রাসন ব্যর্থ করে দিয়ে রুশ বাহিনী সুমি অঞ্চলে প্রবেশ করে। এখন সেখানে প্রায় ১০-১২ কিলোমিটার গভীর একটি বাফার জোন গড়ে তোলা হয়েছে।
পুতিন দাবি করেন, কুরস্কে ইউক্রেনের হামলা উল্টো কিয়েভের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শূন্য হওয়া সদস্যদের জায়গা পূরণের হার মাত্র ৪৭ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আর কুরস্কে হামলার সময় ইউক্রেনের প্রায় ৭৬ হাজার সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: আরটি
আরও খবর পড়ুন:
রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কো কি ইউক্রেনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাচ্ছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দাবি করছেন?
উত্তরে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। আমরা চাই, রণক্ষেত্রে যেসব বাস্তবতা গড়ে উঠেছে, সেগুলোর স্বীকৃতি দেওয়া হোক।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে একেবারেই ভিন্ন।
প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও মস্কো ইউক্রেনের আরও কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় কি না—এর সরাসরি জবাব না দিয়ে পুতিন বলেন, একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ‘সমগ্র ইউক্রেনই রাশিয়ার’ অংশ।
পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি—আমি রুশ এবং ইউক্রেনীয়দের এক জাতি বলেই মনে করি। এই দিক থেকে, পুরো ইউক্রেনই আমাদের।’ তবে তিনি এও জোর দিয়ে বলেন, মস্কো কখনোই ‘স্বাধীন দেশ’ হিসেবে ইউক্রেনের ‘অস্তিত্ব’ স্বীকার করতে ‘অস্বীকৃতি জানায়নি।’
তবে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে ইউক্রেনের হামলা থেকে রক্ষা করতে যে ‘বাফার জোন’ তৈরি করা হচ্ছে, তা ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঠেলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পুতিন। এমনকি ইউক্রেনের সুমি শহর দখলের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।
পুতিন বলেন, ‘সুমি দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। তবে নীতিগতভাবে আমি এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি জানান, চলতি বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা আগ্রাসন ব্যর্থ করে দিয়ে রুশ বাহিনী সুমি অঞ্চলে প্রবেশ করে। এখন সেখানে প্রায় ১০-১২ কিলোমিটার গভীর একটি বাফার জোন গড়ে তোলা হয়েছে।
পুতিন দাবি করেন, কুরস্কে ইউক্রেনের হামলা উল্টো কিয়েভের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শূন্য হওয়া সদস্যদের জায়গা পূরণের হার মাত্র ৪৭ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আর কুরস্কে হামলার সময় ইউক্রেনের প্রায় ৭৬ হাজার সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: আরটি
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্র ছাড়ছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতিবিদ দম্পতি, নোবেলজয়ী এস্থার দুফলো ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ছেড়ে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে যোগ দিচ্ছেন। আগামী বছর জুলাই থেকে তাঁরা জুরিখের অর্থনীতি অনুষদে কাজ শুরু করবেন।
৩২ মিনিট আগেপাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে দুই দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর ১৯টি চৌকি দখল করেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
১ ঘণ্টা আগেগাজা সংকট নিয়ে মিসরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হচ্ছে ‘শান্তি শীর্ষ সম্মেলন’। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সেই সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির পর গতকাল শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে।
৩ ঘণ্টা আগে