অনলাইন ডেস্ক
ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ৩৫৫টি ড্রোন ও ৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এ নিয়ে টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনে বিমান হামলা চালাল মস্কো।
অবশ্য রাশিয়ার ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির বিমানবাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৯টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া ৩৫৫টি ড্রোনের মধ্যে ২৮৮টিই নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে, পুতিন বাহিনীর হামলায় ইউক্রেনের বেশ ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খারকিভে। বেসামরিক হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। গভর্নরের তথ্যমতে, নিহত দুজনই নারী। তাঁদের একজনের বয়স ৫৮ বছর এবং অন্যজন ৮৪ বছর বয়সী। কুপিয়ানস্ক শহরেও তিনজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া, শহরটিতে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৯টি বসতবাড়ি, একটি দোকান এবং দুটি গাড়ি।
এ ছাড়া, জাপোরিঝিয়ায় আরও দুজন এবং ওডেসায় একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের আরও দুটি এলাকার নিয়ন্ত্রণ দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। তাসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ইউক্রেনের ভ্লাদিমিরোভকা এবং বেলোভোদি নামের দুটি গ্রাম দখলে নিয়েছে রুশ সেনারা। এর আগে, ইউক্রেনের পূর্বাঞ্চলে একাধিক এলাকাজুড়ে দখলদারি অগ্রগতির দাবি করেছিল রাশিয়া।
গতকাল রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা পূর্ব ইউক্রেনের স্তুপোচকি, ওত্রাদনে ও লকনিয়া নামের তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
পাল্টা হামলার দাবিও করছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, গতকাল ইউক্রেনের হামলায় রাশিয়ার এক হাজারেরও বেশি সেনা হতাহত হয়েছে। ধ্বংস করা হয়েছে কমপক্ষে ৪টি ট্যাংক,৮টি সাঁজোয়া যান এবং ৫১টি আর্টিলারি সিস্টেম। ইউক্রেনীয় বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৮১ হাজার ৪৫০ জন।
এর আগে, গতকালও রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলোতে ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গতকাল পর্যন্ত সেটিই ছিল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। গতকালের হামলায় নিহত হয়েছে অন্তত ১২ ইউক্রেনীয়।
ইউক্রেনে এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ৩৫৫টি ড্রোন ও ৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে রাশিয়া। এ নিয়ে টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনে বিমান হামলা চালাল মস্কো।
অবশ্য রাশিয়ার ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির বিমানবাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৯টি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া ৩৫৫টি ড্রোনের মধ্যে ২৮৮টিই নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে, পুতিন বাহিনীর হামলায় ইউক্রেনের বেশ ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, রুশ ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খারকিভে। বেসামরিক হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। গভর্নরের তথ্যমতে, নিহত দুজনই নারী। তাঁদের একজনের বয়স ৫৮ বছর এবং অন্যজন ৮৪ বছর বয়সী। কুপিয়ানস্ক শহরেও তিনজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া, শহরটিতে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৯টি বসতবাড়ি, একটি দোকান এবং দুটি গাড়ি।
এ ছাড়া, জাপোরিঝিয়ায় আরও দুজন এবং ওডেসায় একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের আরও দুটি এলাকার নিয়ন্ত্রণ দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। তাসের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ইউক্রেনের ভ্লাদিমিরোভকা এবং বেলোভোদি নামের দুটি গ্রাম দখলে নিয়েছে রুশ সেনারা। এর আগে, ইউক্রেনের পূর্বাঞ্চলে একাধিক এলাকাজুড়ে দখলদারি অগ্রগতির দাবি করেছিল রাশিয়া।
গতকাল রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা পূর্ব ইউক্রেনের স্তুপোচকি, ওত্রাদনে ও লকনিয়া নামের তিন গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
পাল্টা হামলার দাবিও করছে কিয়েভ। ইউক্রেনের সেনাবাহিনীর তথ্যমতে, গতকাল ইউক্রেনের হামলায় রাশিয়ার এক হাজারেরও বেশি সেনা হতাহত হয়েছে। ধ্বংস করা হয়েছে কমপক্ষে ৪টি ট্যাংক,৮টি সাঁজোয়া যান এবং ৫১টি আর্টিলারি সিস্টেম। ইউক্রেনীয় বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৮১ হাজার ৪৫০ জন।
এর আগে, গতকালও রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলোতে ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গতকাল পর্যন্ত সেটিই ছিল ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা। গতকালের হামলায় নিহত হয়েছে অন্তত ১২ ইউক্রেনীয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে