Ajker Patrika

রাশিয়ায় মার্কিন সাংবাদিকের আটকাদেশের মেয়াদ বাড়ল

ডয়চে ভেলে
রাশিয়ায় মার্কিন সাংবাদিকের আটকাদেশের মেয়াদ বাড়ল

রাশিয়ায় চলতি বছরের মার্চে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করা হয় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ইভান গের্শকোভিচকে৷ মার্কিন এই সাংবাদিকের আটকাদেশর মেয়াদ আরও তিনমাস বাড়িয়েছে মস্কোর এক আদালত।

তবে ৩১ বছর বয়সি গের্শকোভিচকের এখনো বিচার শুরু হয়নি৷ মার্চে ইয়েকাতেরিনবুর্গ শহরে আটক হবার পর থেকেই তিনি কারাবন্দি৷ 

পুলিশের অভিযোগ, তিনি গোয়েন্দাগিরি করছিলেন৷ গের্শকোভিচ এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন৷ তার কর্মস্থল ওয়ালস্ট্রিট জার্নাল কর্তৃপক্ষও দাবি করেছে, তাদের হয়ে সাংবাদিকতা করতেই সেই শহরে গিয়েছিলেন গের্শকোভিচ৷

গতকাল বৃহস্পতিবার সাদা প্রিজন ভ্যানে করে মস্কোর লেফোটোভস্কি আদালতে নেওয়া হয় ইভান গের্শকোভিচকে৷ হাতকড়া পরানো হলেও জিন্সের প্যান্ট আর স্নিকার পরা অবস্থায় স্বাভাবিকই মনে হচ্ছিল তাকে৷ আদালত আটকাদেশের মেয়াদ আরও তিনমাস বাড়ানোয় আবার লেফোরটোভো কারাগারে নেওয়া হয়েছে গের্শকোভিচকে৷

লেফোরতোভো কারাগারে কয়েদিদের সঙ্গে অতি ‘রুক্ষ’ আচরণের কুখ্যাতি রয়েছে৷ সাবেক সোভিয়েত ইউনিয়ন আমলে গোয়েন্দা সংস্থা কেজিবি যাদের আটক করত, তাদের নেওয়া হতো এই কারাগারে৷

গের্শকোভিচের সঙ্গে অবশ্য এ পর্যন্ত কোনো অন্যায় আচরণের অভিযোগ ওঠেনি৷

এ মাসের শুরুতে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্রেসি কারাগারে তার সঙ্গে দেখা করেন৷ আগের দুবারের মতো তৃতীয়বারের সাক্ষাৎ শেষেও তিনি জানান, গের্শকোভিচকে দেখে মনে হয়েছে স্বাস্থ্যের দিক থেকে তিনি ভালোই আছেন৷

গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে লেফোতোভস্কি আদালতের এক মুখপাত্র জানান, ইভান গের্শকোভিচের আটকাদেশ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে৷ তারপর রাশিয়ায় গোয়েন্দাগিরির অভিযোগ সত্যি কি না তা যাচাইয়ের জন্য শুনানি শুরু হতে পারে৷

যুক্তরাষ্ট্র মনে করে, গের্শকোভিচের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ তোলা মস্কোর ‘জিম্মি কূটনীতি'-র আরেক উদাহরণ৷ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক পেশাদার সাংবাদিককে এভাবে গোয়েন্দাগিরির অভিযোগে আটক করাকে শুরু থেকেই ‘পুরোপুরি অবৈধ’ বলছেন৷

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো সাংবাদিক আটক হওয়ার ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৮৬ সালে৷ তখন ইউএস নিউজের মস্কো প্রতিনিধি নিকোলাস ড্যানিলফকে আটক করেছিল কেজিবি৷ ড্যানিলফের বিরুদ্ধেও তোলা হয়েছিল গোয়েন্দাগিরির অভিযোগ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত