Ajker Patrika

রাশিয়ায় চলচ্চিত্র মুক্তি স্থগিত করেছে বৈশ্বিক নির্মাতা প্রতিষ্ঠানগুলো 

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০: ২৫
রাশিয়ায় চলচ্চিত্র মুক্তি স্থগিত করেছে বৈশ্বিক নির্মাতা প্রতিষ্ঠানগুলো 

রাশিয়া ইউক্রেনে আক্রমণ করায় দেশটিতে চলচ্চিত্র মুক্তি বাতিল করেছে বিশ্বের প্রধান সারির চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এই তালিকায় রয়েছে—ওয়ার্নার ব্রাদার্স, ডিজনি ও সনির মতো প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

এই ঘোষণার অর্থ হলো—মুক্তির অপেক্ষায় থাকা ‘দ্য ব্যাটম্যান’, ‘টার্নিং রেড’ ও ‘মরবিউসের’ মতো বড় সিনেমাগুলো এখন আর রাশিয়ায় নির্ধারিত সময়ে মুক্তি পাবে না। 

এই ঘোষণা এমন এক সময়ে এল, যখন সারা বিশ্বের বিভিন্ন দেশ মস্কোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করছে। এর আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, জ্বালানি খাতের বৈশ্বিক করপোরেশনগুলো রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। 

ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’ শুক্রবার রাশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এই ঘোষণার পর তা আর হবে না। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইউক্রেনের মানবিক সংকটের কারণে ওয়ার্নার মিডিয়া রাশিয়ায় ‘দ্য ব্যাটম্যান’-এর মুক্তি বাতিল করেছে।’ 

একইভাবে ডিজনি পিকচার্সও রাশিয়ায় তাদের অ্যানিমেশন ফিল্ম ‘টার্নিং রেডে’র মুক্তি স্থগিত করেছে। ডিজনি এক বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেনে বিনা প্ররোচনায় আগ্রাসন ও মর্মান্তিক মানবিক সংকটের কারণে আমরা রাশিয়ার প্রেক্ষাগৃহে ছবি মুক্তি বাতিল করছি।’ 

তারা আরও জানিয়েছে, তারা ইউক্রেনের শরণার্থীদের জন্য জরুরি সহায়তা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদানের জন্য বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে। 

ওয়ার্নার ও ডিজনির মতো একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সনিও। তারা রাশিয়ায় মার্ভেল প্রোডাকশনের সিনেমা ‘মরবিয়াস’-এর মুক্তিও বন্ধ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ‘ইউক্রেনে চলমান সামরিক হস্তক্ষেপ সেই অঞ্চলে উদ্ভূত অনিশ্চয়তা ও মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে আমরা রাশিয়ায় আমাদের পরিকল্পিত সিনেমার মুক্তি স্থগিত করব।’ 

এদিকে নেটফ্লিক্স জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত চ্যানেলগুলোর সম্প্রচারের ক্ষেত্রে যেসব নিয়ম বেঁধে দিয়েছে, সেগুলো তারা মেনে চলবে না। নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের সার্ভিসে এই চ্যানেলগুলো (রুশ) যুক্ত করার কোনো পরিকল্পনা নেই।’ 

টেক প্ল্যাটফর্ম টুইটার ও ফেসবুকেও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ প্রকাশের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। কারণ তাদের ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত