ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
পাকিস্তান থেকে এবার সব ধরনের আমদানি বন্ধ করল ভারত। ২০১৯ সালে কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
২ ঘণ্টা আগেজার্মানির প্রধান বিরোধী দলকে ‘উগ্রপন্থী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই সিদ্ধান্তের ফলে দলটির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর পথ প্রশস্ত হলো। ফলে এমন পদক্ষেপকে দলটিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও অন্যান্য প্রধান গোয়েন্দা সংস্থাগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী কমানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোকে ছোট করার ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
৫ ঘণ্টা আগেপাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিপুল পরিমাণ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। জরাজীর্ণ অর্থনীতির পাকিস্তানের জন্য এই ঋণ খুবই গুরুত্বপূর্ণ। তবে ভারত সরকার চেষ্টা করছে, পাকিস্তান যাতে এই ঋণের অর্থ সহজেই না পায়। পাশাপাশি, ভারতে পাকিস্তানিদের কণ্ঠরোধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে...
৬ ঘণ্টা আগে