সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন, আগামী সপ্তাহে এর ফল জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ফিনিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। ভিডিওতে সান্না মারিনকে তাঁর বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।
এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে পরীক্ষা করারও দাবি তোলা হয়। তুমুল সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সান্না মারিন।
পার্টিতে নাচ-গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা নাকচ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মারিন বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি মাদক সেবন করিনি। তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তিগত বিষয়। আশা করি জনগণ কাজের সময় ও অবকাশের পার্থক্য বুঝবেন।’
এরপর শুক্রবার (১৯ আগস্ট) আরেক সংবাদ সম্মেলনে ড্রাগ পরীক্ষার কথা জানান সান্না মারিন। তিনি বলেন, ‘আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি। এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আর আমি অবৈধ কিছু করিনি।’
কখনো মাদক নেননি দাবি করে তিনি বলেন, ‘এমনকি কিশোরী বয়সেও আমি কোনো দিন মাদক সেবন করিনি। আমি পরীক্ষা করিয়েছি সবাইকে নিশ্চিত হওয়ার জন্য।’
২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সম্প্রতি একটি পার্টিতে অংশ নিয়ে নাচগান করার ভিডিও ফাঁস হওয়ার পর বিরোধীদের রোষানলে পড়েন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে মাদক পরীক্ষা করানোর আহ্বান জানান বিরোধীরা। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন, আগামী সপ্তাহে এর ফল জানা যাবে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, চলতি সপ্তাহে ফিনিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়। ভিডিওতে সান্না মারিনকে তাঁর বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।
এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাদক নেওয়ার অভিযোগ এনে পরীক্ষা করারও দাবি তোলা হয়। তুমুল সমালোচনার মুখে বৃহস্পতিবার (১৮ আগস্ট) আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন সান্না মারিন।
পার্টিতে নাচ-গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা নাকচ করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। সাংবাদিকদের মারিন বলেন, ‘আমার লুকানোর কিছু নেই। আমি মাদক সেবন করিনি। তাই পরীক্ষা করাতে আমার কোনো সমস্যা নেই।’ তিনি আরও বলেন, ‘এসব ব্যক্তিগত বিষয়। আশা করি জনগণ কাজের সময় ও অবকাশের পার্থক্য বুঝবেন।’
এরপর শুক্রবার (১৯ আগস্ট) আরেক সংবাদ সম্মেলনে ড্রাগ পরীক্ষার কথা জানান সান্না মারিন। তিনি বলেন, ‘আমি আজ মাদক পরীক্ষা করিয়েছি। এক সপ্তাহের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আর আমি অবৈধ কিছু করিনি।’
কখনো মাদক নেননি দাবি করে তিনি বলেন, ‘এমনকি কিশোরী বয়সেও আমি কোনো দিন মাদক সেবন করিনি। আমি পরীক্ষা করিয়েছি সবাইকে নিশ্চিত হওয়ার জন্য।’
২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ৩৬ বছর বয়সী সান্না মারিন। ওই সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
২০০০ সালের ১০ আগস্ট। আর্কটিক সার্কেলের ওপরে ব্যারেন্টস সাগরে সামরিক কৌশল অনুশীলনে অংশ নিতে বন্দর ছেড়ে যায় রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ‘কুরস্ক’। দুই দিন পর অর্থাৎ ১২ আগস্ট সেটির একটি অনুশীলন টর্পেডো ছোড়ার কথা ছিল। কিন্তু টর্পেডোটি ছোড়ার আগেই সাগরের তলদেশে হারিয়ে যায় সাবমেরিনটি। পরে এর ১১৮ জন ক্রুকেই
৬ মিনিট আগেইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
২ ঘণ্টা আগে