Ajker Patrika

খারকিভে রুশ বিমান হামলা

আপডেট : ০২ মার্চ ২০২২, ১১: ৫৭
খারকিভে রুশ বিমান হামলা

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বিমান হামলা চালিয়েছে রুশ প্যারাট্রুপাররা। ইউক্রেনের সেনারা বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ইউক্রেনের সেনাবাহিনী জানায়, খারকিভ এবং আশপাশের অঞ্চলে সাইরেন বাজতে শুরু করে। আর ঠিক তখনই বিমান হামলা শুরু হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ান প্যারাট্রুপাররা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করে। সেখানে ইউক্রেনীয় সেনা ও রাশিয়ান প্যারাট্রুপারদের মধ্যে লড়াই হয়েছে। তবে এই লড়াইয়ে ইউক্রেনের কোনো সেনা নিহত হয়নি বলে জানিয়েছেন খারকিভ অঞ্চলের পুলিশপ্রধান ভলোদিমির টাইমোশকো। 

বুধবার সাংবাদিকদের ভলোদিমির টাইমোশকো বলেন, ‘বর্তমানে হাসপাতাল এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ 

উল্লেখ্য, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেশির ভাগ সহিংসতার ঘটনা ঘটেছে ইউক্রেনের খারকিভে। জরুরি কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার খারকিভে কমপক্ষে ১৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত