ইউক্রেনকে সামরিক সহায়তার মার্কিন কংগ্রেসে ৬১ বিলিয়ন ডলার অনুমোদনের মধ্য দিয়ে ইউক্রেনেরই ক্ষতি হবে এবং এর ফলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়বে বলে সতর্ক করেছে রাশিয়া।
ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ও তাইওয়ানের জন্য মোট ৯৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন সিনেটে উত্থাপন করা হবে।
গতকাল শনিবার এ অনুদান নিয়ে ভোটাভুটির সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভ ইউক্রেনকে সহায়তার অনুমোদন দিলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আরও বাড়বে।
পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলে, ‘এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয়র মৃত্যু হবে।’
দুই বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সেখানে সংঘাতে জড়িয়ে পড়েছে ক্রেমলিন।
মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে ৬ হাজার ৮৪ কোটি ডলার প্রদানের একটি আইনি প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে মার্কিন অস্ত্র, মজুত ও সুবিধাগুলো পুনরায় পূরণ করার জন্য ২ হাজার ৩০০ কোটি ডলার রয়েছে। গতকাল শনিবার রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে মার্কিন কংগ্রেসে এই বিল পাস করা হয়। এরপর এই বিলে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।
পেসকভ বলেন, যে আইনের বিধান ব্যবহার করে যুক্তরাষ্ট্র জব্দকৃত রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং ইউক্রেন পুনর্গঠনের জন্য তা ব্যবহার করবে, ওই আইনই যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করবে। রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার অনুমোদন প্রত্যাশিত এবং এর ভিত্তি হলো ‘রাশিয়াভীতি’।
নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাশিয়ার অন্যতম সোচ্চার নেতা মেদভেদেভ বলেন, ‘রক্তে ভেজা ৬ হাজার ১০০ কোটি ডলার সত্ত্বেও আমরা অবশ্যই বিজয়ী হব। এই অর্থের বেশির ভাগ তাদের অতৃপ্ত সামরিক শিল্প কমপ্লেক্সই গ্রাস করবে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে এই বিলে সহায়তা অনুমোদন দিলে বিশ্বজুড়ে সংকট আরও গভীর হবে। কিয়েভ সরকারকে সামরিক সহায়তা দেওয়া মানে সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা।’
টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘তাইওয়ানের জন্য সহায়তা দেওয়া মানে হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আর ইসরায়েলের ক্ষেত্রে এটি সরাসরি যুদ্ধের মাত্রা বাড়িয়ে তুলবে এবং এই অঞ্চলে উত্তেজনা অভূতপূর্ব বেড়ে যাবে।’
ইউক্রেনকে সামরিক সহায়তার মার্কিন কংগ্রেসে ৬১ বিলিয়ন ডলার অনুমোদনের মধ্য দিয়ে ইউক্রেনেরই ক্ষতি হবে এবং এর ফলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বাড়বে বলে সতর্ক করেছে রাশিয়া।
ইউক্রেনের পাশাপাশি ইসরায়েল ও তাইওয়ানের জন্য মোট ৯৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব মার্কিন কংগ্রেসে পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন সিনেটে উত্থাপন করা হবে।
গতকাল শনিবার এ অনুদান নিয়ে ভোটাভুটির সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভ ইউক্রেনকে সহায়তার অনুমোদন দিলে সংঘাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি আরও বাড়বে।
পেসকভকে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলে, ‘এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয়র মৃত্যু হবে।’
দুই বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই সেখানে সংঘাতে জড়িয়ে পড়েছে ক্রেমলিন।
মার্কিন প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে ৬ হাজার ৮৪ কোটি ডলার প্রদানের একটি আইনি প্যাকেজ অনুমোদন করেছে। এর মধ্যে মার্কিন অস্ত্র, মজুত ও সুবিধাগুলো পুনরায় পূরণ করার জন্য ২ হাজার ৩০০ কোটি ডলার রয়েছে। গতকাল শনিবার রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে মার্কিন কংগ্রেসে এই বিল পাস করা হয়। এরপর এই বিলে স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।
পেসকভ বলেন, যে আইনের বিধান ব্যবহার করে যুক্তরাষ্ট্র জব্দকৃত রুশ সম্পত্তি বাজেয়াপ্ত করবে এবং ইউক্রেন পুনর্গঠনের জন্য তা ব্যবহার করবে, ওই আইনই যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করবে। রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রাম অ্যাপে লিখেছেন, ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার অনুমোদন প্রত্যাশিত এবং এর ভিত্তি হলো ‘রাশিয়াভীতি’।
নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে রাশিয়ার অন্যতম সোচ্চার নেতা মেদভেদেভ বলেন, ‘রক্তে ভেজা ৬ হাজার ১০০ কোটি ডলার সত্ত্বেও আমরা অবশ্যই বিজয়ী হব। এই অর্থের বেশির ভাগ তাদের অতৃপ্ত সামরিক শিল্প কমপ্লেক্সই গ্রাস করবে।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে এই বিলে সহায়তা অনুমোদন দিলে বিশ্বজুড়ে সংকট আরও গভীর হবে। কিয়েভ সরকারকে সামরিক সহায়তা দেওয়া মানে সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা।’
টেলিগ্রামে তিনি আরও বলেন, ‘তাইওয়ানের জন্য সহায়তা দেওয়া মানে হলো চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। আর ইসরায়েলের ক্ষেত্রে এটি সরাসরি যুদ্ধের মাত্রা বাড়িয়ে তুলবে এবং এই অঞ্চলে উত্তেজনা অভূতপূর্ব বেড়ে যাবে।’
জার্মান প্রসিকিউটরেরা জানিয়েছেন, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় এক ইউক্রেনীয় নাগরিককে ইতালিতে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কয়েক মাস পর বাল্টিক সাগরের নিচে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে, যা ইউরোপের জ্বালানি সংকটকে আরও গভীর করে তোলে।
৭ মিনিট আগে২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল পিটিআইয়ের সমর্থকেরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও দাঙ্গা শুরু করেন। বিক্ষোভকারীরা সামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় ভবন ভাঙচুর করেন এবং লাহোর কোর কমান্ডারের বাসভবনেও হামলা চালান।
২১ মিনিট আগে২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন অভিনেতা বিজয়। এ বক্তব্যে তিনি কিছু রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতীকী বার্তা দিয়েছেন। বিজয় বলেছেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি।...
১ ঘণ্টা আগেচীনের প্রেসিডেন্ট সি চিন পিং তিব্বতে একটি বিরল ও অঘোষিত সফরে অংশ নিয়েছেন। গতকাল বুধবার রাজধানী লাসায় পৌঁছে তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এবারই প্রথম কোনো চীনা প্রেসিডেন্ট তিব্বতে সরাসরি এমন আয়োজনে যোগ দিলেন।
১ ঘণ্টা আগে