Ajker Patrika

রুশ জেনারেলদের হত্যা করতে মার্কিন গোয়েন্দারা সাহায্য করেছে

আপডেট : ০৫ মে ২০২২, ১৫: ০৫
রুশ জেনারেলদের হত্যা করতে মার্কিন গোয়েন্দারা সাহায্য করেছে

রুশ জেনারেলদের হত্যা করতে মার্কিন গোয়েন্দারা ইউক্রেনকে তথ্য দিয়ে সহায়তা করছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্স জানিয়েছে, রুশ সেনাদের গতিবিধি, অবস্থান এবং রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক দপ্তর সম্পর্কে তথ্য দিয়ে ইউক্রেনকে সহায়তা করেছে ওয়াশিংটন। সেই তথ্যের ভিত্তিতে ইউক্রেনের সেনারা নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করে কামান হামলার মাধ্যমে রুশ জেনারেলদের হত্যা করেছে। এ ব্যাপারে মন্তব্য করতে পেন্টাগন ও হোয়াইট হাউসকে অনুরোধ করলেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছে রয়টার্স। 

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে তথ্য দেওয়া বাইডেন প্রশাসনের গোপন সহায়তা প্রচেষ্টার অংশ। 

নিউইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের সঙ্গে নিজেদের তথ্যের সমন্বয় করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে টেলিফোন কথোপকথনে আড়ি পাতা, যার মাধ্যমে রুশ জেনারেলদের অবস্থান শনাক্ত করতে পেরেছেন ইউক্রেনে সেনারা। এভাবে অবস্থান নিশ্চিত হয়ে গোলাবর্ষণ ও অন্যান্য হামলা চালানো হলে রুশ কর্মকর্তারা নিহত হন। 

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, প্রতিবেদনটি তৈরি করতে যেসব জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাঁরা নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত