Ajker Patrika

রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানীসহ অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯: ১৫
রাশিয়ার হামলায় ইউক্রেনের রাজধানীসহ অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন

রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোয় দেশটির রাজধানী কিয়েভসহ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের রণাঙ্গনে পেরে উঠছে না। তারই প্রতিশোধ হিসেবে মস্কো শীতের আগে জ্বালানি অবকাঠামোগুলোয় ক্ষতি করার চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাবছেন এতে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল হতে পারে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগল জানিয়েছেন, রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। এ ছাড়া সুমি ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। এখান থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

রুশ হামলার কথা স্বীকার করে কিয়েভের মেয়র বলেছেন, মস্কো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং জরুরি কর্মীরা মেরামতের জন্য সেগুলোর দিকে ছুটছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘সন্ত্রাসী রাষ্ট্রটি নিজে থেকে কোনো কিছু পরিবর্তন করবে না। তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাবে, যার জন্য তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’ 

এদিকে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, গতকাল সোমবার ইরানের তৈরি আটটি ড্রোন ভূপাতিত করেছে। ইরান অস্ত্র রপ্তানির অভিযোগ অস্বীকার করেছে। তবে কিয়েভে হামলার পর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানের ড্রোন কর্মসূচি নিয়ে যেসব প্রতিষ্ঠান ও দেশ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। 

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত ১০ অক্টোবর দেশটিতে সবচেয়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়। আহত হয় ১০৫ জন। এই হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত