রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোয় দেশটির রাজধানী কিয়েভসহ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের রণাঙ্গনে পেরে উঠছে না। তারই প্রতিশোধ হিসেবে মস্কো শীতের আগে জ্বালানি অবকাঠামোগুলোয় ক্ষতি করার চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাবছেন এতে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল হতে পারে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগল জানিয়েছেন, রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। এ ছাড়া সুমি ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। এখান থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রুশ হামলার কথা স্বীকার করে কিয়েভের মেয়র বলেছেন, মস্কো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং জরুরি কর্মীরা মেরামতের জন্য সেগুলোর দিকে ছুটছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘সন্ত্রাসী রাষ্ট্রটি নিজে থেকে কোনো কিছু পরিবর্তন করবে না। তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাবে, যার জন্য তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’
এদিকে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, গতকাল সোমবার ইরানের তৈরি আটটি ড্রোন ভূপাতিত করেছে। ইরান অস্ত্র রপ্তানির অভিযোগ অস্বীকার করেছে। তবে কিয়েভে হামলার পর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানের ড্রোন কর্মসূচি নিয়ে যেসব প্রতিষ্ঠান ও দেশ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত ১০ অক্টোবর দেশটিতে সবচেয়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়। আহত হয় ১০৫ জন। এই হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা শুরু হয়।
রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোয় দেশটির রাজধানী কিয়েভসহ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের রণাঙ্গনে পেরে উঠছে না। তারই প্রতিশোধ হিসেবে মস্কো শীতের আগে জ্বালানি অবকাঠামোগুলোয় ক্ষতি করার চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাবছেন এতে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল হতে পারে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিগল জানিয়েছেন, রাশিয়া কিয়েভে পাঁচটি হামলা চালিয়েছে। এ ছাড়া সুমি ও দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে। এখান থেকে ইউক্রেনের বিভিন্ন শহর ও গ্রামে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রুশ হামলার কথা স্বীকার করে কিয়েভের মেয়র বলেছেন, মস্কো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং জরুরি কর্মীরা মেরামতের জন্য সেগুলোর দিকে ছুটছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘সন্ত্রাসী রাষ্ট্রটি নিজে থেকে কোনো কিছু পরিবর্তন করবে না। তারা শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিকদের হত্যা চালিয়ে যাবে, যার জন্য তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।’
এদিকে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, গতকাল সোমবার ইরানের তৈরি আটটি ড্রোন ভূপাতিত করেছে। ইরান অস্ত্র রপ্তানির অভিযোগ অস্বীকার করেছে। তবে কিয়েভে হামলার পর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, তেহরানের ড্রোন কর্মসূচি নিয়ে যেসব প্রতিষ্ঠান ও দেশ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ইরানে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত ১০ অক্টোবর দেশটিতে সবচেয়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়। আহত হয় ১০৫ জন। এই হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা শুরু হয়।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
২ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে