Ajker Patrika

গোপনে রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি উত্তর কোরিয়ার, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জুলাই ২০২৫, ২০: ৫০
উত্তর কোরিয়ার সেনাদের সমাবেশে দেশটির নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়ার সেনাদের সমাবেশে দেশটির নেতা কিম জং উন। ছবি: সংগৃহীত

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার বরাতে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার ১১ হাজার সেনা মোতায়েন করেছিল রাশিয়া। মূলত ইউক্রেনের সেনারা রাশিয়ার যে অঞ্চলটিতে ঢুকে পড়েছিল, সেই কুরস্ক অঞ্চলেই রাশিয়ার হয়ে প্রতিরোধ গড়েছিল কোরীয় সেনারা। সে সময় প্রায় ৪ হাজার কোরীয় সেনা হতাহত হয় বলেও জানিয়েছিল পশ্চিমা গোয়েন্দারা।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর হাতে পৌঁছানো ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার নতুন সেনারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রে রাশিয়ার ডুনাই বন্দরে রোপুচা ধরনের সেনাবাহী জাহাজের উপস্থিতি এবং উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের চলাচল দেখা গেছে। আগের বার সেনা মোতায়েনের সময়ও একই রকম চিত্র দেখা গিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের ধারণা, এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শইগু গত ১৭ জুন কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পিয়ংইয়ং সফর করেন। সফরের সময় ঘোষণা করা হয়, উত্তর কোরিয়া থেকে ১ হাজার মাইন অপসারণকারী এবং ৫ হাজার সামরিক নির্মাণকর্মী রাশিয়ায় যাবে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) তথ্যমতে, জুলাই কিংবা আগস্টে এই মোতায়েন শুরু হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ৩০ হাজার সেনা সংখ্যা কিছুটা বেশি শোনালেও উত্তর কোরিয়া এই পরিমাণ জনবল দিতে সক্ষম। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন বলেন, ‘১০ হাজার থেকে ২০ হাজার সেনা বেশি বাস্তবসম্মত লক্ষ্য হতে পারে। এদের ধাপে ধাপে পাঠানো হতে পারে। রুশ জেনারেলরা ইতিমধ্যে উত্তর কোরিয়ায় গিয়ে প্রশিক্ষণ দিয়েছে বলেও গুঞ্জন রয়েছে।’

রুশ প্রশিক্ষকেরা জানিয়েছেন, ২৩ থেকে ২৭ বছরের মধ্যে থাকা উত্তর কোরিয়ার সেনারা শারীরিকভাবে সক্ষম। তারা রুশ সেনাদের মতোই কার্যকর। একটি ভিডিওতেও উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণরত অবস্থায় দেখা গেছে, যেখানে তারা ড্রোন প্রতিরোধে শটগান ব্যবহার শিখছে এবং রুশ সেনাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ‘এত বিপুলসংখ্যক এলিট সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে কিম জং উন নিজের সরকারকেই ঝুঁকিতে ফেলছেন। আর বিষয়টি রাশিয়ার রিজার্ভ ফোর্সে সংকটের ইঙ্গিত দেয়।’

এদিকে ইউক্রেনের পোকরভস্ক শহরের কাছে ১ লাখ ১০ হাজার রুশ সেনার সমাবেশের তথ্য দিয়ে ইউক্রেনের সামরিক প্রধান সতর্ক করেছেন—যে কোনো সময় সেখানে বড় হামলা শুরু হতে পারে। একই সঙ্গে সিএনএন জানিয়েছে, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে। এসব সহযোগিতার মাধ্যমে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার ‘রক্তঋণ’ বাড়ছে, যা ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহৃত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা।

এই পুরো প্রক্রিয়াটি একটি দীর্ঘমেয়াদি সামরিক ও কূটনৈতিক সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে উত্তর কোরিয়া তার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করছে—যুদ্ধক্ষেত্রে রক্ত দিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

মুরাদনগরে ধর্ষণ: ভাইয়ের সঙ্গে বিবাদের প্রতিশোধ নিতে ছড়ানো হয় ভিডিও, বলছে র‍্যাব

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত