অনলাইন ডেস্ক
পাকিস্তানের বন্দরনগরী করাচির লিয়ারি এলাকার বাগদাদি মহল্লায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, আটজন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ধ্বংসস্তূপে আটকে পড়া আরও ২৫-৩০ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, আজ শনিবার সকালে ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল। ভবনটিকে বেশ আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে লোকজন ভবনটিতে বসবাস করতে থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটল।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব বলেন, ‘শহরে চার শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এসব ভবনে যারা বসবাস করছেন, তাদের হয় বুঝিয়ে সরে যেতে বলা হয়, না হলে আইনানুগভাবে উচ্ছেদ করা হয়। তবে সরকার সাধারণত জোর প্রয়োগ করে না। আজকের এ দুর্ঘটনা প্রমাণ করে, সরকারের সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শোনা উচিত।’
দুর্ঘটনার পরপরই পাশের সাততলা ও দোতলা দুটি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও রেঞ্জার্স এলাকাবাসীকে ঘটনাস্থলে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া রেসকিউ-১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে ‘ট্র্যাপড পারসন লোকেটর’ ব্যবহার করা হচ্ছে। এ যন্ত্র হৃৎস্পন্দনের সংকেত শনাক্ত করতে পারে। ধ্বংসস্তূপের প্রতিটি স্তর সরানোর পর যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। ফলে উদ্ধারকাজে সময় লাগছে বেশি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার না হয়, ততক্ষণ অভিযান চলবে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও নিখোঁজদের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হন। তারা উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। কেউ কেউ উদ্ধারকর্মীদের সহায়তা করতে গিয়ে অজান্তেই অভিযান ব্যাহত করছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেঞ্জার্স ও সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে।
করাচি দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধসে পড়া ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করত। এক বাসিন্দা জানান, তাঁর খালার পরিবার ভবনের চতুর্থ তলায় থাকত। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, কতজন আটকে আছে। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, কেউ কেউ মারা গেছে। আমার খালার অবস্থা আশঙ্কাজনক।’
অন্যদিকে, ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। রাতেও যাতে উদ্ধারকাজ চালানো যায়, সে জন্য ফ্লাডলাইট স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো অভিযান শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
পাকিস্তানের বন্দরনগরী করাচির লিয়ারি এলাকার বাগদাদি মহল্লায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, আটজন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ধ্বংসস্তূপে আটকে পড়া আরও ২৫-৩০ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, আজ শনিবার সকালে ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল। ভবনটিকে বেশ আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে লোকজন ভবনটিতে বসবাস করতে থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটল।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব বলেন, ‘শহরে চার শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এসব ভবনে যারা বসবাস করছেন, তাদের হয় বুঝিয়ে সরে যেতে বলা হয়, না হলে আইনানুগভাবে উচ্ছেদ করা হয়। তবে সরকার সাধারণত জোর প্রয়োগ করে না। আজকের এ দুর্ঘটনা প্রমাণ করে, সরকারের সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শোনা উচিত।’
দুর্ঘটনার পরপরই পাশের সাততলা ও দোতলা দুটি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও রেঞ্জার্স এলাকাবাসীকে ঘটনাস্থলে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে।
উদ্ধারকাজে অংশ নেওয়া রেসকিউ-১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে ‘ট্র্যাপড পারসন লোকেটর’ ব্যবহার করা হচ্ছে। এ যন্ত্র হৃৎস্পন্দনের সংকেত শনাক্ত করতে পারে। ধ্বংসস্তূপের প্রতিটি স্তর সরানোর পর যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। ফলে উদ্ধারকাজে সময় লাগছে বেশি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার না হয়, ততক্ষণ অভিযান চলবে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও নিখোঁজদের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হন। তারা উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। কেউ কেউ উদ্ধারকর্মীদের সহায়তা করতে গিয়ে অজান্তেই অভিযান ব্যাহত করছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেঞ্জার্স ও সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে।
করাচি দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধসে পড়া ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করত। এক বাসিন্দা জানান, তাঁর খালার পরিবার ভবনের চতুর্থ তলায় থাকত। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, কতজন আটকে আছে। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, কেউ কেউ মারা গেছে। আমার খালার অবস্থা আশঙ্কাজনক।’
অন্যদিকে, ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। রাতেও যাতে উদ্ধারকাজ চালানো যায়, সে জন্য ফ্লাডলাইট স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো অভিযান শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ১২টি দেশের জন্য একটি করে চিঠিতে সই করেছেন। এসব চিঠিতে উল্লেখ করা হয়েছে, ওই সব দেশ যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি করে, সেগুলোর ওপর কত হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প জানিয়েছেন, ‘না মানলে বাদ’—এমন শর্তে ওই সব চিঠি আগামী সোমবার পাঠানো হবে।
৪৪ মিনিট আগেচীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিককে বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে হারুক, এটা বেইজিং কখনোই চায় না। কারণ, এমনটা হলে যুক্তরাষ্ট্র তাদের পুরো মনোযোগ চীনের দিকে সরিয়ে দিতে পারবে। বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক ইংরেজি...
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ১৩৯ জন কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)। সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে প্রকাশ্যে চিঠি দেওয়ায় এবং সেই চিঠিতে সরকারি পদবি ব্যবহার...
৩ ঘণ্টা আগেসিরিয়ায় আল-আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে গত বৃহস্পতিবার। রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন...
৪ ঘণ্টা আগে