Ajker Patrika

সিরিয়ার নতুন জাতীয় প্রতীক ‘সোনালি ঈগল’, অর্থ কী

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৪: ৫৫
সিরিয়ার নতুন জাতীয় প্রতীক চালুর অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত
সিরিয়ার নতুন জাতীয় প্রতীক চালুর অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। ছবি: সংগৃহীত

সিরিয়ায় আল-আসাদ পরিবারের নেতৃত্বে দীর্ঘদিনের বাথ পার্টির শাসনের অবসানের পর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসেবে দেশটির নতুন জাতীয় প্রতীক উন্মোচন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাজধানী দামেস্কের প্রেসিডেনশিয়াল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন প্রতীক উন্মোচন করেন। খবর আনাদোলু।

নতুন জাতীয় পরিচয়ের অংশ হিসেবে পূর্বের বাজপাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পেয়েছে সোনালি ঈগল। প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে। ঈগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল—উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে।

আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে। সরকারের ভাষ্য অনুযায়ী, এই ১৪টি পালকের প্রতিটিই বিগত ১৪ বছরের ‘বিপ্লবের প্রতিরোধের গল্প’ বহন করে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নতুন জাতীয় পরিচয় চালুর ফলে শিগগিরই জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টসহ সরকারি কাগজপত্রে নতুন এই নকশা যুক্ত করা হবে।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আজ আমরা যে পরিচয় চালু করছি, তা আমাদের ঐক্য, আবিভাজ্য এবং নতুন ইতিহাসের প্রতিচ্ছবি। সোনালি ঈগল আমাদের শক্তি, দৃঢ়তা, গতি ও উদ্ভাবনের প্রতীক।’

তিনি আরও বলেন, ‘দামেস্কের ইতিহাস বিশ্ব ইতিহাসের সূচনা ও শেষের গল্প। আমরা যে অপমানজনক সময় পার করেছি, সেটি দামেস্কের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। সেই অধ্যায় শেষ হয়েছে। আমাদের পতনের সময় পেরিয়ে গেছে, শুরু হয়েছে পুনর্জাগরণের সময়।’

আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার অবস্থান শক্তিশালী করতে কূটনৈতিক প্রচেষ্টার কথাও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি। তিনি বলেন, ‘গত কয়েক মাসে বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে বৈঠকে সিরিয়ার নতুন পরিচয় তুলে ধরা হয়েছে। আর আমরা বিশ্বের কাছে এখন আর শুধুই আশা নয়, বাস্তবতার অংশ।’

আল-শাইবানি আরও বলেন, ‘আগের সরকারের ফাঁকা স্লোগান নয়, এখন আমাদের লক্ষ্য জনগণের সম্মান ও দেশের প্রকৃত অবস্থান নিশ্চিত করা।’

নতুন জাতীয় পরিচয় ঘিরে রাজধানী দামেস্কসহ বিভিন্ন শহরে বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। দামেস্কের উমাইয়া স্কয়ার, বীর অজানা সৈনিকের সমাধি, ফেয়ারগ্রাউন্ড, লাতাকিয়া, আলেপ্পো, ইদলিব, দেইর আল-জোর, হামাসহ বিভিন্ন অঞ্চলে আনন্দ উদ্‌যাপন হয়। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীরা নতুন জাতীয় প্রতীকের ঘোষণাসংক্রান্ত বার্তা পেয়েছেন, যেখানে একে ‘স্বাধীনতার আকাশে দৃঢ়তা ও মুক্তির নবায়নকৃত প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা। তার নেতৃত্বে সিরিয়া নতুন রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত