আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা প্রতিহত করতে গিয়ে এক পাইলটসহ এফ-১৬ যুদ্ধবিমান হারানোর পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার হাতে যদি ব্যাপক হামলা চালানোর সক্ষমতা থাকে, তাহলে তারা থামবে না।
গত বছর যুক্তরাষ্ট্র নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার শুরুর পর ইউক্রেন এ নিয়ে তিনটি এফ-১৬ হারাল। কিয়েভ এখন পর্যন্ত এফ-১৬ বহরের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও এসব বিমান ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থার প্রধান ও বহুল ব্যবহৃত অংশে পরিণত হয়েছে।
চতুর্থ বছরে গড়ানো যুদ্ধে ইউক্রেনের দিকে সাম্প্রতিক সময়ে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।
এমন পরিপ্রেক্ষিতে আজ রোববার তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে রুশ বিমান হামলার সাইরেন বাজতেই পরিবারগুলো আশ্রয়ের জন্য মেট্রোস্টেশনে ছুটে যায়। রাজধানীজুড়ে গুলির ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরেও একই ধরনের শব্দ শোনা যায়, যদিও সেখানে এমন হামলা তুলনামূলকভাবে কম ঘটেছে।
পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রুশ বিমান হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, পাইলট ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে যেতে সক্ষম হন। তবে তিনি নিজের আসনসহ দ্রুত বেরিয়ে আসতে পারেননি। তার আগেই বিমানটি ভেঙে পড়ে এবং তিনি নিহত হন।
ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, পাইলট তাঁর বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে শত্রুর সাতটি লক্ষ্যবস্তু ভূপাতিত করেন। শেষ লক্ষ্যটিকে ভূপাতিত করার সময় তাঁর যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নামতে শুরু করে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এক রাতের অভিযানে রাশিয়া ইউক্রেনের দিকে মোট ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
অন্যদিকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
গত এক সপ্তাহেই রাশিয়া প্রায় ১১৪টি ক্ষেপণাস্ত্র, ১ হাজার ২৭০টি ড্রোন ও ১ হাজার ১০০টি গ্লাইড বোমা ব্যবহার করে বলে জানায় তারা।
রাশিয়ার মুহুর্মুহু বিমান হামলা প্রতিহত করতে গিয়ে এক পাইলটসহ এফ-১৬ যুদ্ধবিমান হারানোর পর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, রাশিয়ার হাতে যদি ব্যাপক হামলা চালানোর সক্ষমতা থাকে, তাহলে তারা থামবে না।
গত বছর যুক্তরাষ্ট্র নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার শুরুর পর ইউক্রেন এ নিয়ে তিনটি এফ-১৬ হারাল। কিয়েভ এখন পর্যন্ত এফ-১৬ বহরের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও এসব বিমান ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থার প্রধান ও বহুল ব্যবহৃত অংশে পরিণত হয়েছে।
চতুর্থ বছরে গড়ানো যুদ্ধে ইউক্রেনের দিকে সাম্প্রতিক সময়ে ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া।
এমন পরিপ্রেক্ষিতে আজ রোববার তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে রুশ বিমান হামলার সাইরেন বাজতেই পরিবারগুলো আশ্রয়ের জন্য মেট্রোস্টেশনে ছুটে যায়। রাজধানীজুড়ে গুলির ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পশ্চিম ইউক্রেনের লভিভ শহরেও একই ধরনের শব্দ শোনা যায়, যদিও সেখানে এমন হামলা তুলনামূলকভাবে কম ঘটেছে।
পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রুশ বিমান হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, পাইলট ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে নিয়ে যেতে সক্ষম হন। তবে তিনি নিজের আসনসহ দ্রুত বেরিয়ে আসতে পারেননি। তার আগেই বিমানটি ভেঙে পড়ে এবং তিনি নিহত হন।
ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, পাইলট তাঁর বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে শত্রুর সাতটি লক্ষ্যবস্তু ভূপাতিত করেন। শেষ লক্ষ্যটিকে ভূপাতিত করার সময় তাঁর যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে নামতে শুরু করে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এক রাতের অভিযানে রাশিয়া ইউক্রেনের দিকে মোট ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
অন্যদিকে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
গত এক সপ্তাহেই রাশিয়া প্রায় ১১৪টি ক্ষেপণাস্ত্র, ১ হাজার ২৭০টি ড্রোন ও ১ হাজার ১০০টি গ্লাইড বোমা ব্যবহার করে বলে জানায় তারা।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক আবারও উত্তেজনার কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের একটি মন্তব্যকে ঘিরে এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আসিম মুনির প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা তুলেছেন, যার কড়া জবাব দিয়েছে ভারত।
১৩ মিনিট আগেপূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কের বিস্তৃত অঞ্চল নিয়ে গঠিত ডনবাস। এই অঞ্চলটি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডনবাস হারালে তা ইউক্রেনের জন্য ‘বিধ্বংসী পরিণতি’ বয়ে আনতে পারে।
২০ মিনিট আগেআদালত নির্দেশ দিয়েছেন, প্রত্যেকের নামের সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের বৈধ প্রমাণপত্র হিসেবে স্বীকৃতি দিয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মাধ্যমে প্যান, রেশন, ভোটার কার্ডসহ মোট ১১টি বৈ
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের আগে আলোচনায় এসেছে তাঁদের ‘বৈঠকের স্থান’। বার্তা সংস্থা এপি বলছে, স্নায়ুযুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় ব্যবহৃত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পুতিনের সঙ্গে বৈঠক করতে চলেছেন ট্রাম্প।
২ ঘণ্টা আগে