Ajker Patrika

পশ্চিমারা রাশিয়াকে অবরুদ্ধ করতে ব্যর্থ হয়েছে: মেদভেদেভ

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৪: ২৫
পশ্চিমারা রাশিয়াকে অবরুদ্ধ করতে ব্যর্থ হয়েছে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘রাশিয়াকে অবরুদ্ধ করার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ মস্কো নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত ছিল।’ রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 

দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘রাশিয়াকে অবশ্যই সত্যিকারের কিছু সমস্যা মোকাবিলা করতে হবে। কারণ আমরা বিশ্বব্যাপী মূল্য সংযোজন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। বেকারত্ব ক্রমশ বাড়ছে। আমাদের এক অর্থনৈতিক অশান্তির মধ্যে ঠেলে পাঠানো হচ্ছে।’ 

রুবলে গ্যাসের দাম পরিশোধের সিদ্ধান্তের কথা উল্লেখ করে মেদভেদেভ আরও বলেন, মস্কো অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যাপারে প্রস্তুত ছিল। আর সে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে। 

এদিকে রাশিয়ার সব বৈদেশিক লেনদেন রুবলে করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছে ক্রেমলিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়া রাশিয়া পাল্টা এই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্যাচেস্লাভ ভলোদিনের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত