Ajker Patrika

ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠক সোমবার

ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠক সোমবার

যুদ্ধবিরতির বিষয়ে আগামীকাল সোমবার তুরষ্কে ইউক্রেন-রাশিয়ার দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

ইউক্রেনের রাজনীতিবিদ ডেভিড আরাখামিয়া ফেসবুকে একটি পোস্টে বলেন, ২৮-৩০ মার্চ পর্যন্ত তুরস্কে দ্বিতীয় দফার শীর্ষ পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হবে। 

এদিকে রাশিয়ার পক্ষ থেকে এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন রুশ প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। তবে তিনি জানিয়েছেন, এই বৈঠক মঙ্গলবার শুরু হবে এবং বুধবার শেষ হবে। 

এর আগে গত ১০ মার্চ কোনো অগ্রগতি ছাড়াই’ শেষ হয়য় ইউক্রেন-রাশিয়ার শীর্ষ পর্যায়ের প্রথম দফা বৈঠক। এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকেই দুই দেশ প্রতিনিয়ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত