বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’
পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’
পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১৯ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে