বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’
পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সম্মেলন। আজ বৃহস্পতিবার এই সম্মেলনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনকে লক্ষ্যবস্তু করে ডিম ও পাথর নিক্ষেপ করেছেন ইউরোপের বিভিন্ন দেশের কৃষক। ভবনটির কাছে তারা আগুনও লাগিয়ে দেন। ট্যাক্স এবং ক্রমবর্ধমান খরচ কমানোর দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া কৃষকেরা ইতালি, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে ব্রাসেলসে উপস্থিত হয়েছিলেন। বিতর্কিত ‘সবুজনীতি’ বাতিল ছাড়াও এবং অন্য দেশ থেকে সস্তায় পণ্য আমদানি বন্ধ করার দাবি জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া স্প্যানিশ কৃষক ইউনিয়নের প্রতিনিধি জোসে মারিয়া কাস্টিলা বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশন থেকে প্রতিদিন আসা এই সব উন্মাদ আইন বন্ধ করতে চাই।’
পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ ঠেকাতে বসানো বেরিক্যাড ভেঙে ফেলারও চেষ্টা করেন কৃষকেরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গরম পানি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
জানা গেছে, পার্লামেন্ট ভবনের সামনে একটি মূর্তির সামনে বেশ কিছু কৃষক তাদের ট্রাক্টর নিয়ে হাজির হয়েছিলেন। পাশাপাশি ব্রাসেলসে প্রবেশ করার প্রধান রাস্তাগুলোতে প্রায় ১ হাজার ৩০০ ট্রাক্টর দিয়ে অবরোধ করে রাখেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নেতারা ক্ষোভ প্রশমিত করার চেষ্টা করছেন।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে, এখন সরাসরি ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে পারবে বিচার বিভাগ। এ ছাড়াও ৭ লাখেরও বেশি মানুষের বসবাসের এই শহরে ন্যাশনাল গার্ডও মোতায়েন করা হবে বলে ঘোষণা করেছেন তিনি।
৩১ মিনিট আগেকাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, আজ মঙ্গলবার খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এর আগে গাজা সিটির বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও পাঁচজন।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১০ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
১০ ঘণ্টা আগে