Ajker Patrika

ফ্রান্সে মাখোঁ–লো পেনের চূড়ান্ত লড়াই আজ 

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৬: ০১
ফ্রান্সে মাখোঁ–লো পেনের চূড়ান্ত লড়াই আজ 

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ‘রান-অফ’ ভোটিং ব্যবস্থার চূড়ান্ত দফার ভোট আজ রোববার অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়ে এই ভোট চলবে রাত ৮টা পর্যন্ত। ফ্রান্সের মধ্যপন্থী বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং চরম ডানপন্থী মেরিন লো পেনের মধ্যে চূড়ান্ত নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এই নির্বাচন উপলক্ষে মাখোঁ স্থানীয় সময় আজ রোববার সন্ধ্যায় আইফেল টাওয়ারের পাদদেশ থেকে ভোটারদের উদ্দেশে ভাষণ দেবেন। 

এর আগে গত ১০ এপ্রিল ফ্রান্সে প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে এগিয়ে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজকের রান-অফ ভোটে তাঁরই পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।  লো পেনের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কে মাখোঁ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। 

লো পেন নির্বাচনে জিতলে তিনিই হবেন ফ্রান্সের প্রথম চরম ডানপন্থী নেতা ও নারী প্রেসিডেন্ট। আর মাখোঁ নির্বাচিত হলে তিনি হবেন দুই দশকের মধ্যে প্রথম পুনরায় নির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট। 

মাখোঁর বিরোধীরা তাঁকে অহংকারী এবং ধনীদের রাষ্ট্রপতি বলে অভিহিত করেন। এদিকে ডানপন্থী মেরিন লো পেনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। 

গত নির্বাচনে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মাখোঁ। তবে বিরোধী অভিযোগ, এখনো ফ্রান্সের পুরো পরিবর্তন আসেনি। করোনা মহামারি এবং জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন মাখোঁ। 

এদিকে মাখোঁর প্রতিদ্বন্দ্বী লো পেন ২০১৭ সালে দ্বিতীয় রাউন্ডে মাখোঁর কাছে দুর্দান্তভাবে পরাজিত হয়েছিলেন। এ নিয়ে তিনবার ফ্রান্সের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখালেন লো পেন।। তবে এবার জয় না পেলে আর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

বিশ্ব সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত