Ajker Patrika

রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ২১ জন নিহত

আপডেট : ০৪ মে ২০২২, ১৩: ৩২
রুশ হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ২১ জন নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর গোলার আঘাতে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। প্রায় এক মাস আগে এ অঞ্চলের একটি রেলস্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহত হয়েছিলেন। দেশটির দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ তথ্য জানিয়ে বলেছেন, রেলস্টেশনে হামলার পর এ অঞ্চলে এটিই সর্বোচ্চ মৃত্যু। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো গতকাল মঙ্গলবার বলেন, এ অঞ্চলের আভদিভকা কোক কারখানায় রাশিয়ার সেনাবাহিনীর গোলার আঘাতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এ ছাড়া লিমান শহরে গোলাবর্ষণে ৫ জন, ভুগলেদারে ৪ জন এবং ভেলিকা নভোসিলকা ও শানদ্রিগোলোভ গ্রামে ২ জন নিহত হয়েছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোক কারখানাটি এশিয়ার বৃহত্তম কারখানাগুলোর একটি। এ কারখানা লক্ষ্য করে এর আগেও একাধিক হামলা হয়েছে। কারণ, এখানে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের সেনাদের সঙ্গে লড়াই করছে। 

কোক একটি উচ্চ কার্বন সমৃদ্ধ জ্বালানি এবং এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পপণ্য। এটি প্রধানত লোহা আকরিক গলানোর জন্য ব্যবহৃত হয়।

এদিকে গভর্নর পাভলো কিরিলেঙ্কো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমাদের ভূখণ্ডে সংঘটিত প্রতিটি অপরাধের জন্য রুশদের শাস্তি দেওয়া হবে।’ তিনি আরও বলেন, শ্রমিকেরা তাঁদের কাজ শেষ করে কারখানা থেকে বাড়ি যাওয়ার জন্য বাসস্টপে অপেক্ষা করছিলেন। সেই সময়ে রুশ বাহিনী হামলা করেছে। 

আভদিভকা হচ্ছে ইউক্রেনের একটি শিল্প শহর। শহরটি রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখল করে রেখেছে। এখানে রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধ করছে। সম্প্রতি রুশ বাহিনী কিয়েভের দখলে থাকা পূর্ব দনবাসের অঞ্চলগুলোতে হামলা জোরদার করেছে। 

ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে—এমন অভিযোগ তুলে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। দুই মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইতিমধ্যে ইউক্রেনের শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত মাসে মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ পর্যন্ত ইউক্রেনের অন্তত তিন হাজার সৈন্য নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে দেড় শতাধিক শিশু নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত