Ajker Patrika

‘যে করে হোক ৯ মের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে’

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ৪৭
‘যে করে হোক ৯ মের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে’

যে করে হোক, ৯ মের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে—এমন নির্দেশনা মস্কোর পক্ষ থেকে রুশ সেনাদের দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সেরহি শাপতলা বলেছেন, তাঁর কাছে তথ্য রয়েছে, ৯ মের মধ্যে রুশ সেনাদের যুদ্ধের সমাপ্তি টানতে বলা হয়েছে। ইউক্রেনের স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

কিয়েভ ইনিডপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় পর্বের অভিযানেই যুদ্ধের ইতি টানতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেটি হতে পারে আগামী ৯ মে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে আনুষ্ঠানিকভাবে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোসেফ স্তালিন। দিনটিকে রাশিয়া এখনো উৎসব হিসেবে পালন করে। সঙ্গত কারণে ইউক্রেনের সেনারা মনে করছেন, পুতিনও স্তালিনের পদাঙ্ক অনুসরণ করে ৯ মে ইউক্রেনে অভিযানের সমাপ্তি ঘোষণা করবেন। 

এদিকে গতকাল শনিবারেও ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা করেছে। এ ছাড়া রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের মারিউপোলসহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। রাজধানী কিয়েভকে ঘিরে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। তবে দেশটির ওপর এখনো কোনো নিয়ন্ত্রণ নিতে পারেনি পুতিনের বাহিনী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত