Ajker Patrika

রুশ আক্রমণে পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষতির মুখে ইউক্রেন

রুশ আক্রমণে পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষতির মুখে ইউক্রেন

রাশিয়ার আক্রমণে পূর্বাঞ্চলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে ইউক্রেন। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে জানিয়েছে, পূর্বাঞ্চলে রাশিয়ার আক্রমণে ভারী ক্ষতি হয়েছে। কিন্তু রাশিয়ার ক্ষয়ক্ষতি আরও বেশি বলেও দাবি করেছে তাঁরা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘আমাদের গুরুতর ক্ষতি হয়েছে তবে রাশিয়ানদের ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সৈন্যদের হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি রেডিও চ্যানেলের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। হামলাটি এমন সময়ে হয়েছে যখন জাতিসংঘের মহাসচিব ইউক্রেনের পরিস্থিতি স্বচক্ষে দেখতে কিয়েভ সফর করছিলেন। রেডিও লিবার্টির ওই সাংবাদিকের মৃতদেহ কিয়েভের এক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া গেছে। 

গত মাসে ইউক্রেনে কিয়েভ আক্রমণের গতিপথ পরিবর্তন করে রাশিয়া দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নিজেদের সামরিক আক্রমণ পুনর্নির্ধারিত করে। ইউক্রেন এখন দনবাস অঞ্চল পুরোপুরি দখলের চেষ্টা করছে। গত সপ্তাহে হামলা শুরুর পর থেকে ইউক্রেন কর্তৃপক্ষ সেখানকার কিছু শহর–গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে। তবে জানিয়েছে, ওই সব গ্রাম–শহরের নিয়ন্ত্রণ অর্জনে মস্কোকে একটি বিরাট মূল্য পরিশোধ করতে হয়েছে। যেখানে রাশিয়ার সেনাবাহিনী কিয়েভের বাইরে বারবার পরাজিত হয়েছে। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির কংগ্রেসকে কিয়েভকে রাশিয়ার আক্রমণ প্রতিরোধে সাহায্য করার লক্ষ্যে ৩ হাজার ৩০০ কোটি ডলার সাহায্য ছাড়ের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি বাইডেনের এই প্রস্তাবের প্রশংসা করেছেন। 

তবে, ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বাইডেন নাটকীয়ভাবে ইউক্রেন রাশিয়া সংঘাতে স্পষ্টভাবে পক্ষ নিয়েছে বলে বলছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্র দেশগুলো ইউক্রেনে ভারী অস্ত্র সহায়তা পাঠাচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য কেবল ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করা নয় বরং দেশটির সশস্ত্র বাহিনীকে দুর্বল করে ফেলা যাতে তারা ভবিষ্যতে তার প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত