Ajker Patrika

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত ১০, নিখোঁজ ৬

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত অন্তত ১০, নিখোঁজ ৬

চীনের পিংডিংশান শহরে কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

স্থানীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, গতকাল শুক্রবার স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে তিয়ানান কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণ হয়। 

চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলছে, দুর্ঘটনার সময় প্রায় ৪২৫ জন আন্ডারগ্রাউন্ডে কাজ করছিল। তাদের মধ্যে ৩৮০ জনকে উদ্ধার খনি থেকে তুলে আনা হয়েছে।

আজ শনিবার উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে শহর জুড়ে নিরাপত্তা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। 

চীনের হেনান প্রদেশের কয়লা সমৃদ্ধ পিংডিংশান শহরে নিরাপত্তা পরিদর্শন চালানো হলে সেখানকার কয়লা উৎপাদনে বিঘ্ন ঘটতে পারে এবং কয়লা সরবরাহে ঘাটতি তৈরি হতে পারে। 

চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানশিতে হঠাৎ শ্রমিক মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির মন্ত্রিসভা নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। এরপরই গত নভেম্বরে চীনে কয়লার দাম হুট করেই বেড়ে যায়। 

পিংডিংশানের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো একটি বিবৃতিতে বলে, চীনের পিংডিংশান তিয়ানান কোল মাইনিংয়ের মালিকানায় থাকা একটি কয়লা খনিতে গতকাল শুক্রবার স্থানীয় সময় ২টা ৫৫ মিনিটে কয়লা ও গ্যাস বিস্ফোরণ হয়।

এ ঘটনায় আজ শনিবার পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ছয়জন এখনো নিখোঁজ রয়েছে। 

সংস্থাটি বলছে, নিখোঁজদের উদ্ধার করার জন্য তারা কার্যকর পরিকল্পনা করবে এবং দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

সমুদ্রের নিচে উদ্বেগজনক কিছু নজরে এল বিজ্ঞানীদের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত