Ajker Patrika

১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ৪৪
ছবি: এএফপি
ছবি: এএফপি

চীনের হাংঝু শহরে একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে তিন বছরের এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। ঘটনাটি ঘটে গত ১৫ জুলাই বেলা ৩টার দিকে। শিশুটি তখন তার দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল।

জিমু নিউজের বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, শিশুটি ঘুমিয়ে রয়েছে ভেবে তার দাদা-দাদি বাইরে বাজার করতে গিয়েছিলেন। এর মধ্যে ঘুম ভেঙে গেলে যেন বাইরে চলে না যায়—এ জন্য দরজায় বাইরে থেকে তালা মেরে যান তাঁরা।

দাদা-দাদি বাইরে থাকা অবস্থায় শিশুটি জেগে উঠে এবং বাথরুমে গিয়ে কমোডে উঠে একটি জানালার কাছে পৌঁছে যায়। জানালাটি খোলা ছিল এবং এতে কোনো সুরক্ষা গ্রিল ছিল না। পরে সেখান দিয়েই শিশুটি নিচে পড়ে যায়।

এক প্রতিবেশী শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং সেই দৃশ্য ভিডিও করে তাঁদের আবাসনের ম্যানেজমেন্ট গ্রুপে পাঠান। এই ভিডিও দেখেই শিশুটির বাবা ঝু তাঁর ছেলের পড়ে যাওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন।

এ বিষয়ে সাউথ চায়না মর্নিং পোস্টকে ঝু বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখার আগপর্যন্ত আমি বিশ্বাসই করতে পারিনি যে, আমার ছেলে ১৮ তলা থেকে পড়ে গেছে!’

ফুটেজে দেখা যায়, শিশুটি ১৭ তলার একটি খোলা জানালার গা ঘেঁষে পড়ে যাচ্ছে এবং পড়ন্ত শরীরটি একটি গাছের ডালে গিয়ে লাগে। এতে তার গতি পরিবর্তিত হয়। সেখান থেকে সে সরাসরি কংক্রিটে না পড়ে মাটিতে গিয়ে পড়ে। আর মাটিতে একটি ঝোপের মধ্যে পড়ায় প্রাণে বেঁচে যায় সে।

ঘটনার পর আবাসনের কর্মীরা দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন এবং শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের চিলড্রেনস হাসপাতালের চিকিৎসকেরা জানান, শিশুটির এমনভাবে বেঁচে যাওয়া একটি অলৌকিক ঘটনা।

এই দুর্ঘটনায় শিশুটির বাম হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মাথায় কোনো আঘাত লাগেনি এবং পুরো সময়টিতে সে সজ্ঞান ছিল। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে চিকিৎসকদের অনুরোধ করে—বাবাকে বলো যেন একটা বাম্বলবি খেলনা এনে দেয়।

চীনা সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শিশুটি ধীরে ধীরে সেরে উঠছে। চীনা সংস্কৃতি অনুযায়ী, কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্য মেনে শিশুটির পরিবার সেই গাছের গায়ে একটি বড় লাল ফুল বেঁধে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত