Ajker Patrika

শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন মা

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭: ১৭
শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন মা

চীনের হেনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত প্রাণ গেছে ৫১ জনের। প্রায় চার লাখ মানুষকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হেনান প্রদেশের ওয়াংজংডিয়ান গ্রামে শিশুসন্তানকে বাঁচাতে প্রাণ গেছে এক মায়ের। উদ্ধারকারীদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও বন্যা যখন বাড়িতে আঘাত হানে তখনো সেই মা তাঁর শিশুসন্তানকে নিরাপদে আগলে রাখেন। পরে সেই মায়ের মৃত্যু হলেও শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও চীনে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত অবস্থায় বের করা হচ্ছে। শিশুটির বয়স তিন থেকে চার মাসের মতো। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছে, শিশুটি সুস্থ আছে।

ঝাও নামের একজন স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, আমি শিশুটির আওয়াজ শুনতে পাই। সেই মুহূর্তে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিশুটিকে বাঁচাতে শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন শিশুটির মা।

সংবাদমাধ্যম বেইজিং ইয়ুথ ডেইলিকে ইয়াং নামের একজন উদ্ধারকারী জানান, শিশুটিকে উদ্ধারের এক দিন পর ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই মায়ের শরীর প্রচণ্ড ঠান্ডায় জমাটবদ্ধ হয়ে ছিল। দেখে মনে হচ্ছিল, তিনি যেন কোনো কিছু উপরে তুলে ধরার ভঙ্গিতে রয়েছেন।

ইয়াং আরও বলেন, এমন একটি সংকটাপন্ন অবস্থায় ওই মা শিশুটিকে উপরে তুলে ধরেছিলেন। এই কারণেই মূলত শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত