Ajker Patrika

চলতি প্রাদুর্ভাবে সর্বোচ্চ সংক্রমণ দেখল চীন

চলতি প্রাদুর্ভাবে সর্বোচ্চ সংক্রমণ দেখল চীন

চীনে গত একদিনে ১২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়, চীনের মূল ভূখণ্ডে ৫ আগস্ট ১২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। নতুন করোনা রোগীদের মধ্যে ৮০ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। 

নতুন শনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে ৬১ জনই চিয়াংসু প্রদেশের। এর আগের দিন এই প্রদেশে ৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। চিয়াংসু শহরের ইয়াংঝু শহরে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

এ ছাড়া চীনে ৫৮ জন উপসর্গহীন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৫৪ জন। তবে চীনে গত একদিনে করোনায় কারও মৃত্যু হয়নি। 

চীনে এ পর্যন্ত করোনায় ৯৩ হাজার ৪৯৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত