আজকের পত্রিকা ডেস্ক
উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।
এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।
গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
এ বিষয়ে জয়শঙ্কর বলেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদা দেওয়া হচ্ছে।’
১ মিনিট আগেসুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাচ্যুত কমিউনিস্ট পার্টি নেপালের (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি। দেশটিতে জেন–জি আন্দোলনের সময় চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আগেই তাঁর দল পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়া
৪ মিনিট আগেএনডিটিভি জানিয়েছে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে গ্রিনিচ মান সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ৩টায়)। এই পুরস্কারের জন্য রাশিয়া ট্রাম্পের প্রার্থিতায় সমর্থন জানাবে বললেও পুরস্কারটির অভিজ্ঞ পর্যবেক্ষকেরা বলছেন, তাঁর এটি পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললে চলে।
৬ মিনিট আগেপৃথিবীর ইতিহাসে বহু মহান বিজ্ঞানী, সমাজকর্মী এবং রাষ্ট্রনায়ক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে এমন একটি নাম আছে, যিনি কেবল একবার নয়, দুবার এই বিরল সম্মাননা অর্জন করেছেন—তাও সম্পূর্ণ ভিন্ন দুটি ক্ষেত্রে: একটি বিজ্ঞানে, অন্যটি বিশ্ব শান্তিতে। তিনি হলেন কিংবদন্তি মার্কিন বিজ্ঞানী লিনাস পলিং।
৩০ মিনিট আগে