Ajker Patrika

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২

অনলাইন ডেস্ক
ছবি: ভিডিও থেকে নেওয়া
ছবি: ভিডিও থেকে নেওয়া

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াও ইয়াং শহরের আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরেই ২০টির বেশি দমকল গাড়ি ও ৮৫ জন অগ্নিনির্বাপণ কর্মী ঘটনাস্থলে যান। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় রেস্তোরাঁর দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ঘটনাকে ‘একটি চরম শিক্ষা’ বলে অভিহিত করেছেন। তিনি স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আগুন লাগার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

এদিকে আগামী বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হতে যাওয়া মে দিবসের সরকারি ছুটির আগে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।-2
উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।-2

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, চারপাশে গাড়িতে ঠাসা একটি রাস্তার পাশে রেস্তোরাঁ। আগুন লাগার পর রেস্তোরাঁ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। উদ্ধারকর্মীরা স্ট্রেচারে করে আহতদের বের করে আনছেন।

এই ঘটনা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী আগুনের সর্বশেষ ঘটনা। চলতি মাসের শুরুতে হেবেই প্রদেশের (উত্তর) একটি নার্সিং হোমে আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছিল। এই অগ্নিকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগে ২ এপ্রিল উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেন ইয়াং শহরে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় দুই অগ্নিনির্বাপণ কর্মী নিহত হয়েছিলেন। তাঁরা আগুন থেকে ৪০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।

গত বছরের জানুয়ারিতে জিয়াংসি প্রদেশের জিন ইয়াং শহরে একটি ভবনে আগুন লেগে ৩৯ জন নিহত এবং ৯ জন আহত হন। সেই ঘটনায় ৫০ জনের বেশি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত