দীর্ঘ এক মাস ধরে পর্দার অন্তরালে একপ্রকার নিখোঁজই ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ধারণা করা হচ্ছিল যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক তাই ঘটল। তাঁর জায়গায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ফিরছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫৭ বছর বয়সী কিন গ্যাং গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কিন গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন।
গত বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা এই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুনের পর থেকে আর কোনো রাষ্ট্রীয় কূটনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তখন থেকেই মূলত গুঞ্জন শুরু হয় যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরকালে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে এবং যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন গ্যাং। তবে বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে দেখা যায়নি।
গণমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে বৈঠকের সময়। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা গোষ্ঠী ভাগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।
গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের দীর্ঘস্থায়ী অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, এ বিষয়ে বলার মতো তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে চীনের কূটনৈতিক কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে।
অবশেষে আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) প্রকাশ করা হলো। এর মধ্য দিয়ে ওয়াং ই দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।
দীর্ঘ এক মাস ধরে পর্দার অন্তরালে একপ্রকার নিখোঁজই ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ধারণা করা হচ্ছিল যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক তাই ঘটল। তাঁর জায়গায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ফিরছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫৭ বছর বয়সী কিন গ্যাং গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কিন গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন।
গত বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা এই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুনের পর থেকে আর কোনো রাষ্ট্রীয় কূটনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তখন থেকেই মূলত গুঞ্জন শুরু হয় যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরকালে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে এবং যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন গ্যাং। তবে বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে দেখা যায়নি।
গণমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে বৈঠকের সময়। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা গোষ্ঠী ভাগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।
গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের দীর্ঘস্থায়ী অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, এ বিষয়ে বলার মতো তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে চীনের কূটনৈতিক কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে।
অবশেষে আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) প্রকাশ করা হলো। এর মধ্য দিয়ে ওয়াং ই দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।
ঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ মিনিট আগেপ্রোস্টেট ক্যানসারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি নিচ্ছেন। আজ শনিবার স্থানীয় সময় সকালে বাইডেনের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক বিবৃতিতে জানান, ‘প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি ও হরম
৯ মিনিট আগেতসলিমা নাসরিন লিখেছেন, ‘তালেবানরা নারী অধিকারের বিরোধী। কারণ, তারা নারীদের মানুষই মনে করে না।’ তিনি আরও বলেন, ‘আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছেন এবং এক সংবাদ সম্মেলন করেছেন। কিন্তু তিনি কোনো নারী সাংবাদিককে সেখানে প্রবেশ করতে দেননি।’
৩২ মিনিট আগেট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার জানানো হয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে এরই মধ্যে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন কর্মী চাকরি হারাতে যাচ্ছেন...
১ ঘণ্টা আগে