তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তাইওয়ানের আকাশের ওপর নজরদারি বেলুন উড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে চীন। এমন অভিযোগ এনেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইওয়ানের নির্বাচনের কয়েক দিন আগে তাদের বিমান চলাচলের নিরাপত্তার ওপর চীন হুমকি তৈরি করছে বলেও বেইজিংয়ের নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
আজ শনিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনা বেলুনগুলো তাদের আন্তর্জাতিক বিমান চলাচলের পথে নিরাপত্তাজনিত ‘গুরুতর হুমকি’ সৃষ্টি করছে। মন্ত্রণালয় বলেছে, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের নিরাপত্তার প্রতি অবহেলা প্রদর্শনের জন্য চীনা কমিউনিস্টদের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’
মন্ত্রণালয় তাদের বিশ্লেষণের ভিত্তিতে বলেছে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের ‘গ্রে জোন’ কৌশলের অংশ হিসেবেই এসব বেলুন ওড়ানো হয়েছে। তাইওয়ানের মানুষের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তাদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস ছিল চীনের।
নজরদারিবৃত্তির জন্য চীনের বেলুন ব্যবহারের আশঙ্কা গত বছরের ফেব্রুয়ারিতে এক বৈশ্বিক সমস্যা হয়ে উঠেছিল। তখন যুক্তরাষ্ট্র বলেছিল, তাদের আকাশ সীমানায় একটি চীনা নজরদারি বেলুন প্রবেশ করেছিল। চীন তখন বলেছিল, বেলুনটি ছিল বেসামরিক এবং সেটি দুর্ঘটনাক্রমে ভুল পথে চলে যায়।
আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচন সামনে রেখে চীনা সামরিক ও রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে বেশ সতর্ক তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য চীন সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে।
অন্যদিকে, চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে মনে করে। তবে চীনের এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান। গত মাস থেকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালির ওপর দিয়ে চীনা বেলুন উড়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার কথা জানিয়েছে। তারা বলেছে, এই সপ্তাহে বেশ কিছু চীনা বেলুন তাইওয়ানের বড় বড় বিমান ঘাঁটির ওপর দিয়ে উড়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিমান চলাচল কর্তৃপক্ষের অভিযোগ সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নজরদারি বেলুন নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দিবিনিমিয় এবং যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে উদ্যাপন শুরু হয়েছে। ইসরায়েলিরা বন্দী ফিরে পাবে এই আনন্দে উদ্যাপন করছে। অন্যদিকে হামলা বন্ধের আনন্দ উদ্যাপন করছে গাজাবাসী। তবে তাঁদের এই উদ্যাপনের মধ্যে ছড়িয়ে রয়েছে বিষাদ।
৯ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় অবশেষে গত বৃহস্পতিবার যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে তারা। গতকাল শুক্রবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।
৯ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর ঘরে ফিরতে শুরু করেছে গাজাবাসী। গতকাল শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিওতে দেখা যায়, গাজার সৈকতে আছড়ে পড়ছে ভূমধ্যসাগরের ঢেউ আর পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছে হাজারো মানুষ। গাজার দক্ষিণাঞ্চল থেকে গাজা শহর এবং উত্তর গাজার দিকে যাচ্ছে তারা।
৯ ঘণ্টা আগেভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জিতলেন এবারের শান্তিতে নোবেল পুরস্কার। গতকাল শুক্রবার তাঁর নাম ঘোষণা করে নোবেল কমিটি বলেছে, ২০২৫ সালের শান্তির নোবেল এমন একজনের হাতে যাচ্ছে, যিনি সাহসী এবং শান্তির জন্য লড়াই জারি রেখেছেন। একই সঙ্গে অন্ধকার সময়ে ভেনেজুয়েলায় গণতন্ত্রের আলো...
১০ ঘণ্টা আগে