Ajker Patrika

সংঘাত বন্ধে চীনের চার প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

সংঘাত বন্ধে চীনের চার প্রস্তাব, ইসরায়েলের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবে ফের ভেটো যুক্তরাষ্ট্রের

ঢাকা: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই দেশের পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে চীন। গতকাল রোববার অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে দেশটির পক্ষ থেকে বলা হয়, 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান' সংঘাত বন্ধের একটি মৌলিক উপায়।

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, উভয়পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যতদ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত।

দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছে দেশটি। তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সহিংতার অবসান, অবরোধ তুলে নিয়ে মানবিক সহায়তা প্রদান এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা নিরসনের দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই কাঁধে নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরবে এবং একটি বিবৃতি দিতে যেন সবাই সম্মত হয় সেই চেষ্টা করবে।

যুক্তরাষ্ট্রে সমালোচনা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) কোনো ব্যবস্থা নিতে পারছে না।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিলে তা যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গেল কয়েকদিনে তিনবার এ সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮টি শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি। পাশাপাশি চলমান সংঘাতে দুই শিশুসহ ১০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী প্রথম বাস গাজায় পৌঁছাল

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

পুতিনকে বলব—যুদ্ধ বন্ধ কর, নইলে ইউক্রেনকে টমাহক দেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত