ঢাকা: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই দেশের পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে চীন। গতকাল রোববার অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে দেশটির পক্ষ থেকে বলা হয়, 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান' সংঘাত বন্ধের একটি মৌলিক উপায়।
চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, উভয়পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যতদ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত।
দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছে দেশটি। তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সহিংতার অবসান, অবরোধ তুলে নিয়ে মানবিক সহায়তা প্রদান এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা নিরসনের দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই কাঁধে নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরবে এবং একটি বিবৃতি দিতে যেন সবাই সম্মত হয় সেই চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রে সমালোচনা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) কোনো ব্যবস্থা নিতে পারছে না।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিলে তা যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গেল কয়েকদিনে তিনবার এ সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮টি শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি। পাশাপাশি চলমান সংঘাতে দুই শিশুসহ ১০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
ঢাকা: চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই দেশের পারস্পরিক সম্মতিতে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরামর্শ দিয়েছে চীন। গতকাল রোববার অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে দেশটির পক্ষ থেকে বলা হয়, 'দ্বি-রাষ্ট্রীয় সমাধান' সংঘাত বন্ধের একটি মৌলিক উপায়।
চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেন, উভয়পক্ষের শান্তি আলোচনার শুরুর পক্ষে চীন, যেটির ভিত্তি হবে দুই রাষ্ট্র সমাধান। যতদ্রুত সম্ভব স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে যে রাষ্ট্রের পূর্ণ স্বায়ত্তশাসন থাকবে। ১৯৬৭ সালের সীমানা অনুসারে নির্ধারিত হবে সীমান্ত।
দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে চার দফা প্রস্তাব দিয়েছে দেশটি। তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সহিংতার অবসান, অবরোধ তুলে নিয়ে মানবিক সহায়তা প্রদান এবং উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা নিরসনের দায়িত্ব যুক্তরাষ্ট্রেরই কাঁধে নেওয়া উচিত বলে উল্লেখ করা হয়।
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আবারও নিরাপত্তা পরিষদে বিষয়টি তুলে ধরবে এবং একটি বিবৃতি দিতে যেন সবাই সম্মত হয় সেই চেষ্টা করবে।
যুক্তরাষ্ট্রে সমালোচনা করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের বাধার কারণে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) কোনো ব্যবস্থা নিতে পারছে না।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নিলে তা যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গেল কয়েকদিনে তিনবার এ সংক্রান্ত প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫৮টি শিশুসহ ১৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৩০০ জন ফিলিস্তিনি। পাশাপাশি চলমান সংঘাতে দুই শিশুসহ ১০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন ও হাসি দিয়ে স্বাগত জানান।
২ মিনিট আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
১ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
২ ঘণ্টা আগে