চীনের গুয়াংজু এলাকায় একজন চালক ভিড়ের মধ্যে পথচারীদের ওপর প্রাইভেট কার তুলে দিয়েছেন। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর ব্যস্ত জংশনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই শহরে অন্তত ১ কোটি ৯০ লাখ মানুষ বাস করে। আকস্মিক এই দুর্ঘটনা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ইচ্ছাকৃতভাবে ওই চালক দুর্ঘটনাটি ঘটিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই ওই প্রাইভেট কারের চালক গাড়ি থেকে নেমে টাকার নোট বাতাসে ছুড়ে মারছেন।
পুলিশ জানিয়েছে, ওই চালকের বয়স ২২ বছর। তাঁকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম হংক্সিন নিউজকে বলেন, কিছু পথচারী ট্রাফিক সংকেতের জন্য অপেক্ষা করছিল। সেই সময় হঠাৎ তিনি (ওই চালক) ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেন। কিছু দূর গিয়ে ইউ টার্ন নিয়ে তিনি আবার ফিরে এসে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেন। সম্ভবত বিদ্বেষ থেকে তিনি এ কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরও বলেন, ‘তিনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু কিছু মানুষ সময়মতো পালাতে পারেনি। কারণ তারা বুঝতেই পারেননি যে তিনি ইচ্ছাকৃতভাবে মানুষ মারছেন।’
অন্য একজন প্রত্যক্ষদর্শী টুইটারের চীনা সংস্করণ ওয়েইবোতে লিখেছেন, দুর্ঘটনার এক ঘণ্টা পরেও সেখানে অ্যাম্বুলেন্স ও ট্রাফিক পুলিশে পূর্ণ ছিল। তখন পর্যন্ত তারা ঘটনাস্থল থেকে আহত ও মৃতদেহ সরিয়ে নেয়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, ওই যুবক একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিলেন এবং বাতাসে টাকা ছুড়ে মারছিলেন এবং নিজেকে ধনী পরিবারের বলে জাহির করছিলেন।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একজন চালক ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে তিনজনকে মেরে ফেলেছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৯ জন।
চীনের গুয়াংজু এলাকায় একজন চালক ভিড়ের মধ্যে পথচারীদের ওপর প্রাইভেট কার তুলে দিয়েছেন। এতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। পুলিশ ওই চালককে গ্রেপ্তার করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর ব্যস্ত জংশনে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই শহরে অন্তত ১ কোটি ৯০ লাখ মানুষ বাস করে। আকস্মিক এই দুর্ঘটনা জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ইচ্ছাকৃতভাবে ওই চালক দুর্ঘটনাটি ঘটিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পরপরই ওই প্রাইভেট কারের চালক গাড়ি থেকে নেমে টাকার নোট বাতাসে ছুড়ে মারছেন।
পুলিশ জানিয়েছে, ওই চালকের বয়স ২২ বছর। তাঁকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম হংক্সিন নিউজকে বলেন, কিছু পথচারী ট্রাফিক সংকেতের জন্য অপেক্ষা করছিল। সেই সময় হঠাৎ তিনি (ওই চালক) ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেন। কিছু দূর গিয়ে ইউ টার্ন নিয়ে তিনি আবার ফিরে এসে মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেন। সম্ভবত বিদ্বেষ থেকে তিনি এ কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি আরও বলেন, ‘তিনি খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু কিছু মানুষ সময়মতো পালাতে পারেনি। কারণ তারা বুঝতেই পারেননি যে তিনি ইচ্ছাকৃতভাবে মানুষ মারছেন।’
অন্য একজন প্রত্যক্ষদর্শী টুইটারের চীনা সংস্করণ ওয়েইবোতে লিখেছেন, দুর্ঘটনার এক ঘণ্টা পরেও সেখানে অ্যাম্বুলেন্স ও ট্রাফিক পুলিশে পূর্ণ ছিল। তখন পর্যন্ত তারা ঘটনাস্থল থেকে আহত ও মৃতদেহ সরিয়ে নেয়নি।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, ওই যুবক একটি বিলাসবহুল গাড়ি চালাচ্ছিলেন এবং বাতাসে টাকা ছুড়ে মারছিলেন এবং নিজেকে ধনী পরিবারের বলে জাহির করছিলেন।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে একজন চালক ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে তিনজনকে মেরে ফেলেছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ৯ জন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য অনেক কিছু করছেন। এর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য। একই সঙ্গে ট্রাম্পকে এই পুরস্কার না দেওয়ায় তিনি নোবেল কমিটির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
৩ ঘণ্টা আগেদুই বছর যুদ্ধের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। এই চুক্তির আওতায় হামাসের হাতে থাকা ৪৮ জন ইসরায়েলি ও বিদেশি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। সোমবার পর্যন্ত জারি থাকা ৭২ ঘণ্টার সময়সীমার মধ্যে হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে নিরস্ত্রীকরণ ‘অসম্ভব ও আলোচনাযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন হামাসের এক কর্মকর্তা। আজ শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ‘অস্ত্র সমর্পণের প্রশ্নই আসে না, এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।’
৪ ঘণ্টা আগেঘটনাটি ঘটে শুক্রবার স্থানীয় সময় গভীর রাতে ওয়াশিংটন কাউন্টির ছোট শহর লিল্যান্ডে। লিল্যান্ডের মেয়র জন লি শনিবার সকালে দ্য গার্ডিয়ানকে টেলিফোনে জানান, আহতদের মধ্যে অন্তত ১২ জনকে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে