Ajker Patrika

ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইসরায়েল 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৭
ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইসরায়েল 

ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংকট সমাধানে বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এই নিন্দা জ্ঞাপন করেন। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইসরায়েল এই হামলার নিন্দা জানায়।’ 

রাশিয়া-ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে লাপিড বলেন, ‘এখনো সময় আছে যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরে বিশ্বশক্তিগুলোর সহায়তায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার।’ 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের জনগণকে সমর্থন করে একটি বার্তা পাঠিয়েছেন। তবে তিনি সরাসরি রুশ হামলার নিন্দা করেননি। 

গত বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় বেনেট বলেন, ‘অন্য সবার মতো আমরাও ইউক্রেনের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। এই কঠিন ও মর্মান্তিক মুহূর্তে আমরা ইউক্রেনের নাগরিকদের পাশে আছি। তারা নিজেরা কোনো অপরাধ না করলেও তাদের এই যুদ্ধে জোর করে টেনে নামানো হয়েছে।’ 

এ ছাড়া বেনেট জানিয়েছেন, তাঁর দেশ ইউক্রেনীয়দের মানবিক সহায়তা দিতে প্রস্তুত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত