২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
১ সেকেন্ড আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩৬ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে