২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
২০২১ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার মূল হোতা হিসেবে বিবেচিত ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে হত্যা করেছে তালেবান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে বিবিসিকে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলে নেওয়ার পর আফগান নাগরিকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথের কাছে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, এই হামলার নেপথ্যের আইএস নেতা নিহত হয়েছেন কয়েক সপ্তাহ আগেই। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হতে সময় লেগেছে। এ ছাড়া ওই নেতার নামও প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং ওই অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে, সেই আইএস নেতা মারা গেছেন। তবে বোমা হামলার জন্য যে এই নেতাই দায়ী, এটি কীভাবে জানা গেল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কর্মকর্তারা।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ বিষয়ে অনেকটা নিশ্চিত যে, ওই ব্যক্তিই বিমানবন্দরে বোমা হামলার জন্য মূল হোতা ছিলেন।’
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র আইএসের এই নেতার মৃত্যুর খবর জানতে পেরেছিল এপ্রিলের শুরুতে। তবে তালেবান তাঁকে টার্গেট করে হত্যা করেছে, নাকি আইএস-তালেবানের সংঘাতে পড়ে তিনি নিহত হয়েছেন, তা স্পষ্ট জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে