করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এক কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করেছেন স্থানীয় আদালত। করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আজ মঙ্গলবার ওই কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক নাগেন্থরান কে ধর্মলিঙ্গমকে ২০০৯ সালে মাদক চোরাচালানের দায়ে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁর কাছ থেকে ওই সময় অল্প পরিমাণে হেরোইন পাওয়া যায়। সিঙ্গাপুরে মাদক আইন খুবই কঠোর। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর নাগেন্থরানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়।
আগামী বুধবার নাগেন্থরানের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে বেশ কয়েকবার সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে তাতে বারবারই হেরেছেন নাগেন্থরান।
নাগেন্থরানের আইনজীবী সর্বশেষ আবেদন করেন করোনার কারণে তাঁর সাজা আটকে রাখার জন্য। তার শুনানি ছিল আজ মঙ্গলবার। শুনানিতে বিচারক অ্যান্ড্রু ফ্যাং বুন লিওং বলেন, নাগেন্থরান করোনায় সংক্রমিত হয়েছেন। এতে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করা হলো।
তিনি বলেন, যুক্তি, সাধারণ জ্ঞান এবং মানবতার ভিত্তিতে তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে।
নাগেন্থরানের আইনজীবী এম রবি বলেন, করোনার কারণে মৃত্যুদণ্ড পিছিয়ে যাওয়ায় তিনি খুশি।
করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এক কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করেছেন স্থানীয় আদালত। করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আজ মঙ্গলবার ওই কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক নাগেন্থরান কে ধর্মলিঙ্গমকে ২০০৯ সালে মাদক চোরাচালানের দায়ে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁর কাছ থেকে ওই সময় অল্প পরিমাণে হেরোইন পাওয়া যায়। সিঙ্গাপুরে মাদক আইন খুবই কঠোর। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর নাগেন্থরানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়।
আগামী বুধবার নাগেন্থরানের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে বেশ কয়েকবার সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে তাতে বারবারই হেরেছেন নাগেন্থরান।
নাগেন্থরানের আইনজীবী সর্বশেষ আবেদন করেন করোনার কারণে তাঁর সাজা আটকে রাখার জন্য। তার শুনানি ছিল আজ মঙ্গলবার। শুনানিতে বিচারক অ্যান্ড্রু ফ্যাং বুন লিওং বলেন, নাগেন্থরান করোনায় সংক্রমিত হয়েছেন। এতে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করা হলো।
তিনি বলেন, যুক্তি, সাধারণ জ্ঞান এবং মানবতার ভিত্তিতে তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে।
নাগেন্থরানের আইনজীবী এম রবি বলেন, করোনার কারণে মৃত্যুদণ্ড পিছিয়ে যাওয়ায় তিনি খুশি।
আলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৪৪ মিনিট আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগেএয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছেন না, বরং তাঁর লক্ষ্য হলো পুতিনকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, ‘আমি এখানে ইউক্রেনের জন্য সমঝোতা করতে আসিনি।’
১ ঘণ্টা আগেব্রিটেনের মাত্র ১০ বছর বয়সী এক দাবাড়ু ইতিহাস গড়লেন। বোধনা শিবানন্দন নামের এই মেয়ে উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা। ২০২৫ সালের ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে এক গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে সর্বকনিষ্ঠ নারী দাবাড়ুর খেতাব অর্জন করেছেন তিনি।
২ ঘণ্টা আগে