Ajker Patrika

করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়ে গেল ফাঁসি 

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ০২
করোনায় আক্রান্ত হওয়ায় পিছিয়ে গেল ফাঁসি 

করোনায় আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এক কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করেছেন স্থানীয় আদালত। করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীর মানসিক সমস্যা দেখা দিয়েছে। এ কারণে আজ মঙ্গলবার ওই কয়েদির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান নাগরিক নাগেন্থরান কে ধর্মলিঙ্গমকে ২০০৯ সালে মাদক চোরাচালানের দায়ে গ্রেপ্তার করে সিঙ্গাপুর পুলিশ। তাঁর কাছ থেকে ওই সময় অল্প পরিমাণে হেরোইন পাওয়া যায়। সিঙ্গাপুরে মাদক আইন খুবই কঠোর। মাদক চোরাচালানে জড়িত থাকার অভিযোগে চলতি বছর নাগেন্থরানের বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করা হয়। 

আগামী বুধবার নাগেন্থরানের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে বেশ কয়েকবার সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তবে তাতে বারবারই হেরেছেন নাগেন্থরান। 

নাগেন্থরানের আইনজীবী সর্বশেষ আবেদন করেন করোনার কারণে তাঁর সাজা আটকে রাখার জন্য।  তার শুনানি ছিল আজ মঙ্গলবার। শুনানিতে বিচারক অ্যান্ড্রু ফ্যাং বুন লিওং বলেন, নাগেন্থরান করোনায় সংক্রমিত হয়েছেন। এতে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত করা হলো।

তিনি বলেন, যুক্তি, সাধারণ জ্ঞান এবং মানবতার ভিত্তিতে তাঁর ফাঁসি পিছিয়ে দেওয়া হয়েছে।

নাগেন্থরানের আইনজীবী এম রবি বলেন, করোনার কারণে মৃত্যুদণ্ড পিছিয়ে যাওয়ায় তিনি খুশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত