Ajker Patrika

অস্ট্রেলিয়ার সীমান্তরক্ষী জাহাজে ২ সপ্তাহ আটকা ১৫ বাংলাদেশি, নিখোঁজ ২৬

ইন্দোনেশিয়ার রোট দ্বীপে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশিদের কয়েকজন। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার রোট দ্বীপে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশিদের কয়েকজন। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোট দ্বীপের একটি সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতরা অভিযোগ করেছেন, তারা প্রায় দুই সপ্তাহ অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের (এবিএফ) জাহাজে আটক ছিলেন এবং পরে তাদের ইন্দোনেশিয়ায় ফেরত পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে তাদের উদ্ধার করা হয়। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইন্দোনেশিয়ার রোট দ্বীপের পুলিশ প্রধান মার্দিয়োনো জানিয়েছেন, উদ্ধারকৃতদের স্থানীয় এক ব্যক্তি সৈকতে দেখতে পান এবং পুলিশকে খবর দেন। উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, তাদের ইন্দোনেশিয়ার ক্রুরা ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পথে তাঁরা আটকা পড়েন। পরে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের একটি কাঠের নৌকায় করে রোট দ্বীপে নামিয়ে দিয়ে চলে যায়।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানিয়েছেন, মালয়েশিয়া থেকে ডিসেম্বরে জাকার্তায় আসার পর তারা একটি মাছ ধরার নৌকা ভাড়া করে ক্রিসমাস আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। ৩ ডিসেম্বর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তাদের আটক করে। তারা অভিযোগ করেন, এবিএফ তাদের রোট দ্বীপে ফেরত পাঠানোর জন্য কাঠের নৌকা সরবরাহ করে।

এই অভিযোগের বিষয়ে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের এক মুখপাত্র বলেন, ‘অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কার্যক্রম সম্পর্কিত কোনো মন্তব্য বা তথ্য প্রকাশ করে না।’

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত ৩ ডিসেম্বর জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে জুলাই থেকে টনি বার্ক দুইবার ইন্দোনেশিয়ার সঙ্গে মানবপাচার ইস্যুতে আলোচনা করেছেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো গত মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে মানবপাচারকে গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন এবং এটি অগ্রাধিকার তালিকায় রাখার প্রতিশ্রুতি দেন।

চলতি বছর রোট দ্বীপে এটি ষষ্ঠবারের মতো উদ্ধার অভিযান। রোটের পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৫ জনের সঙ্গে আরও ২৬ জন নিখোঁজ থাকতে পারে। নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত