Ajker Patrika

ধর্ম অবমাননার অভিযোগে আফগান মডেল গ্রেপ্তার

আপডেট : ১০ জুন ২০২২, ১২: ৪০
ধর্ম অবমাননার অভিযোগে আফগান মডেল গ্রেপ্তার

ইসলাম ও কোরআন অবমাননার অভিযোগে আজমল হাকিকি নামের একজন আফগান মডেল-ইউটিউবারকে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের তালেবান সরকার। একই অভিযোগে তাঁর তিনজন সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সামাজিক মাধ্যমের প্রভাবশালী তারকা আজমল গত সপ্তাহে তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি ও তাঁর তিন সহকর্মী কোরআনের আয়াতগুলো হাস্যকরভাবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

পরে ৫ জুন আজমল হাকিকি আরেকটি ভিডিও পোস্ট করে আগের ভিডিওর জন্য ক্ষমা চান। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি তাঁদের। গত ৭ জুন আজমল ও তাঁর তিন সহকর্মীকে তালেবানের জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স গ্রেপ্তার করে। ওই দিন তিনি আরও একটি ভিডিও পোস্ট করে নিজের দোষ স্বীকার করেছিলেন এবং আবারও ক্ষমা চেয়েছিলেন।

গ্রেপ্তারের পরদিন (৮ জুন) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দেয়। বিবৃতিতে সংস্থাটি আজমল ও তাঁর সহকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে এবং যাঁরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে চান, তাঁদের ওপর অব্যাহতভাবে সেনসরশিপ আরোপ বন্ধ করতে হবে।

অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবানরা আফগানিস্তানে নির্বিচারে গ্রেপ্তার এবং জোর করে মানুষের কণ্ঠরোধের মাধ্যমে কীভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে, এ ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত